অর্জুন কাপুরকে একাধিক সাক্ষাৎকারে তাঁর বাবা বনি কাপুরের দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। এমনকী, সেই ঘটনার ফলে তাঁর পরিবার যে গভীর বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছিল, সে নিয়েও কথা বলেছেন তিনি। সম্প্রতি অর্জুনের বোন অংশুলা জানালেন, ছোটবেলায় তাঁর মনে হত, বুঝি বা তিনিই ছিলেন মা-বাবার বিচ্ছেদের কারণ।
বিবাহিত বনি মজেছিলেন শ্রীদেবীকে। ফলত ডিভোর্স দেন প্রথম স্ত্রী মোনাকে। দুই সন্তান অর্জুন আর অংশুলাও তখন বেশ ছোট। অংশুলা জানান যে, শ্রীদেবী ও বনির প্রথম সন্তান, সৎ বোন জাহ্নবীর জন্মের পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। অর্জুনের বোন জানান, তিনি বাড়ির কোনো সদস্য বা বন্ধুদের কারও মুখ থেকে বাবার সম্পর্কে হয়তো এমন কিছু শুনেছিলেন, যা তাঁর মনে প্রভাব ফেলেছিল।
অংশুলা এই সাক্ষাৎকারে আরও বলেন, ‘হয়তো কোনো খালা (পিসি) বা বন্ধুর কাছ থেকে কিছু শুনেছি। সম্ভবত তাদের কথোপকথনের একটি শব্দ আমার কানে পৌঁছেছিল এবং আমার মন একটি ভিন্ন গল্প তৈরি করেছিল। তিনি আমার ট্রমার একটি অংশ ছিলেন, যার সঙ্গে ছোটবেলায় আমাকে মোকাবেলা করতে হয়েছিল। বিষয়টি নিয়ে আমি আমার পরিবার, ভাই-বোন ও বাবা-মায়ের সঙ্গেও আলোচনা করেছি।’
শ্রীদেবীর সঙ্গে দূরত্বই বজায় রাখতেন অর্জুন ও অংশুলা। এমনকী, জাহ্ববী ও খুশির সঙ্গেও সেভাবে দেখা যেত না সৎ ভাইবোনদের। তবে দুবাইতে যখন বাথটবে ডুবে শ্রীদেবী মারা যান, এক মুহূর্ত না ভেবে পাশে দাঁড়ান দুই ভাইবোন অর্জুন-অংশুলা। শ্রীদেবীর শেষকৃত্যে সবসময় ছিলেন বাবা বনির পাশে। দুই বোনকে সামলান অংশুলাও। এরপর ধীরে ধীরে বদলে যায় পারিবারিক ছবি। এখন হামেশাই একসঙ্গে পাওয়া যায় অর্জুন-অংশুলা-খুশি-জাহ্নবীকে। চার সন্তানকে নিয়ে ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে বনির।