ছোট পর্দায় ভীষণ পরিচিত একটি মুখ খোলেন তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ‘বাংলা মিডিয়াম’ এবং এখন ‘রোশনাই’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। যদিও কিছুদিন আগেই রোশনাই সিরিয়ালের শেষ শ্যুটিং হয়ে গিয়েছে।
পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। সুবান রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন তিয়াসা সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সোহেল দত্তের সঙ্গে, যিনি বর্তমানে জি বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিককে অভিনয় করছেন।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
বর্তমান প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা অবলীলায় সকলকে জানিয়ে সমাজমাধমে পোস্ট করেন অভিনেত্রী। কিছুদিন আগেই হাতে হেয়ার ব্যান্ড জড়ানো সোহেলের একটি ছবি পোস্ট করে তিয়াসা লিখেছিলেন, ‘পুরুষ কমিটেড হলে এই লক্ষণগুলিই দেখতে পাওয়া যায়।’ সোহেলের প্রতি তিয়াসার প্রেম যে বেশ গভীর, তা এই ছবি দেখলেই বোঝা যায়।
তবে এবার স্বামীর সঙ্গে নয় বরং হবু শাশুড়ির সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। হবু শাশুড়ির জন্মদিনে রেস্টুরেন্টে কেক কেটে দিনটি সেলিব্রেট করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার সব থেকে প্রিয় মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মা। শুভ জন্মদিন।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
ছবিতে একটি স্লিভলেস গাউন পরে থাকতে দেখা যায় তিয়াসাকে, পাশে সাদা রঙের শার্ট পরে বসেছিলেন বার্থডে গার্ল অর্থাৎ লোপা দত্ত। কালো রঙের টি-শার্ট পরে উপস্থিত ছিলেন সোহেল। ছেলে এবং হবু বৌমার সঙ্গে বসে কেক কেটে পোস্ট দিয়ে ছবি তুললেন লোপদেবী।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তিয়াসার সঙ্গে দেখতে পাওয়া যায় সোহেলকেও। হবু শাশুড়ির সঙ্গে অভিনেত্রীর বন্ডিং যে বেশ ভালো, তা আর বুঝতে বাকি নেই কারও। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবির কমেন্ট বক্সে বহু মানুষ তিয়াসার হবু শাশুড়ি অর্থাৎ লোপা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।