শিয়ালদা শাখায় সপ্তাহান্তে ৩১টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার দুটি ট্রেন বাতিল থাকবে। আর বাকি ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে রবিবার। আর সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজের জন্য। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার মধ্যবর্তী রাতে দমদম জংশনের আওতাধীন ডাউন কর্ড লাইনে ২৩২এ/২৩১বি পয়েন্টের সম্পূর্ণ পরিবর্তন করা হবে। সেজন্য শনিবার রাত ১২ টা ১০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক চলবে। সেই কারণেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন লাইনে মোট ৩১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দিয়েছে রেল। কয়েকটি ট্রেনের আবার যাত্রাপথ আবার পালটে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ট্র্যাক সংক্রান্ত কাজের জন্য রবিবার দুটি লক্ষ্মীকান্ত-নামখানা লোকাল বাতিল করা হয়েছে।
শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন।
২) ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল ট্রেন।
রবিবার শিয়ালদা-হাবরা শাখার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৩৬৫১
২) আপ ৩৩৬৫৩
৩) ডাউন ৩৩৬৫২
৪) ডাউন ৩৩৬৫৪
আরও পড়ুন: মসাগ্রাম-সহ ৫০ স্টেশনে দাঁড়াবে পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন! কখন? রইল টাইমটেবিল
রবিবার শিয়ালদা-বনগাঁ শাখার কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) আপ ৩৩৮১১
২) আপ ৩৩৮১৭
৩) ডাউন ৩৩৮২৪
৪) ডাউন ৩৩৮২৬
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২১১
২) আপ ৩২২১৩
৩) আপ ৩২২১৫
৪) আপ ৩২২১৭
৫) আপ ৩২২১৯
৬) ডাউন ৩২২১২
৭) ডাউন ৩২২১৪
৮) ডাউন ৩২২১৬
৯) ডাউন ৩২২১৮
১০) ডাউন ৩২২২০
আরও পড়ুন: ৩ ঘণ্টার সফর কমে হবে ৬০ মিনিট! দেশের এই দুই তাবড় শহরকে জুড়ছে রেলের নয়া প্রজেক্ট
রবিবার শিয়ালদা-নৈহাটি শাখার কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) আপ ৩১৪১১
২) আপ ৩১৪১৫
৩) ডাউন ৩১৪১২
৪) ডাউন ৩১৪১৪
৫) ডাউন ৩১৪২২
রবিবার আর কোন কোন লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে?
১) শিয়ালদা-দত্তপুকুর লোকাল ট্রেন: ডাউন ৩৩৬১২
২) শিয়ালদা-বারাসত লোকাল ট্রেন: আপ ৩৩৪৩১ এবং ৩৩৪৩২
৩) শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: ডাউন ৩১৩১২
৪) বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন: আপ ৩৪১১৭
৫) নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: আপ ৩১১৯১
আরও পড়ুন: শিয়ালদা দক্ষিণে আরও ৩টি লোকাল ট্রেন চালু করছে রেল! কোন লাইনে চলবে? রইল টাইমটেবিল
যাত্রাপথ সংক্ষিপ্ত করা ট্রেন ও ঘুরপথে চলা ট্রেনের তালিকা
রবিবার কোন কোন লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল বাতিল?
১) আপ ৩৪৯৩৫ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
২) ডাউন ৩৪৯১৪ লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল।