শুক্রবার ভরদুপুরে লালবাজারে হাজির জিতু কমল। সঙ্গে ছিলেন পরিচালক দুলাল দে। দেখা করলেন পুলিশ কমিশনারের সঙ্গেও। খবর জানাজানি হতেই উদ্বেগ ছড়ায় সকলের মধ্যে। কী এমন হল? কোন সমস্যায় জড়ালেন জিতু?
না, কোনও সমস্যাই নয়। আসলে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমার চরিত্ররা এবার বইয়ের পাতায় আশ্রয় পেল। পরিচালক দুলাল দে পরিচালিত এই ছবিটির অন্যতম চরিত্র গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় এবার উঠে এল বইয়ের পর্দায়। সেই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হল লালবাজারে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ বইটির প্রকাশনার দায়িত্ব রয়েছে দীপ প্রকাশনী। লালবাজারে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে হাজির ছিলেন লালবাজারের পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল। দীপ প্রকাশনী সংস্থার কর্ণধার দীপাংশু মণ্ডলও ছিলেন অনুষ্ঠানে।
কিন্তু কেন হঠাৎ লালবাজারেই অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান? আসলে দুলাল দে পরিচালিত ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিতে ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল অভিনয় করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই তাই তাঁর উপস্থিতিতেই এই অনুষ্ঠান করতে চেয়েছিলেন পরিচালক।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
প্রসঙ্গত, ফেলুদা, ব্যোমকেশের পর নতুন যুগের গোয়েন্দাদের মধ্যে অবশ্যই নাম নেওয়া যায় একেন বাবু এবং অরণ্য চট্টোপাধ্যায়ের। গত বছর এক সরকারি হাসপাতালের কর্মকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া ছবিতে গোয়েন্দা হিসেবে ধরা দিয়েছিলেন জিতু।
বড় পর্দায় আবার ফিরতে চলেছে অরণ্য, তবে এবারের প্রেক্ষাপট কি হবে তা এখনও জানা যায়নি। কিন্তু আগামী ছবির প্রস্তুতি নেওয়ার জন্য লালবাজার ভালো করে ঘুরে দেখেছেন জিতু। শুধু তাই নয়, বড় বাবুদের থেকে নিয়েছেন একাধিক টিপসও। এবার শুধু অভিনয় করার পালা।