২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন দীপিকা পাড়ুকোন। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হলেন। নিঃসন্দেহে তিনি ইতিহাস গড়েছেন ঠিকই কিন্তু তিনি প্রথম ভারতীয় নন যিনি এই ইতিহাস গড়লেন।
দীপিকার আগে আজ থেকে ৬০ বছর আগে এই সম্মান পেয়েছিলেন একজন ভারতীয়। ১৯৬০ সালে হলিউড ওয়াক অফ ফেম - এর প্রথম ব্যাচে ছিল তাঁর নাম। তিনি হলেন সাবু দস্তগীর। এই নামটা হয়তো ভারতীয় দর্শকদের কাছে খুবই অপরিচিত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তিনি হয়ে উঠেছিলেন হলিউডের অন্যতম তারকা।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সাবু প্রসঙ্গে
১৯২৪ সালে দক্ষিণ ভারতের মাইসোরে জন্মগ্রহণ করেন সাবু। জন্মসূত্রে তিনি ছিলেন একজন মাহুতের ছেলে। ১৯৩৮ সালে ‘দ্যা ড্রাম’ ছবিতে অভিনয় করার সুবাদে তিনি চলে যান হলিউডে। ১৯৪০ সালে ‘দ্যা থিফ অফ বাগদাদ’ ছবিতে আবু চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান তিনি।
এখানেই শেষ নয়, ১৯৪৪ সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে ফেরার পর আমেরিকার নাগরিকত্ব তিনি পেয়ে যান ঠিকই কিন্তু যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন চলচ্চিত্র জগতে, সেটা আর ফিরে পান না তিনি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
১৯৫৭ সালে ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করার অফার পেয়েছিলেন এই অভিনেতা কিন্তু কাজের অনুমতি পত্র পাননি সাবু। পরবর্তীকালে এই চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল দত্ত। একজন ভারতীয় হয়েও কোনও ভারতীয় ছবিতে অভিনয় করেননি সাবু। ১৯৬৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আজকের সময়ে দাঁড়িয়েও যেখানে টলিউড এবং বলিউডের অভিনেতা অভিনেত্রীরা স্বপ্ন দেখেন হলিউডের কাজ করার জন্য, সেখানে এই অভিনেতা প্রথম থেকেই কাজ করেছিলেন হলিউডে। ছোটখাটো চরিত্র নয়, একেবারে প্রধান চরিত্রে অভিনয় করে হলিউডে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।