ভারতে সন্ত্রাস ছড়ানো পাকিস্তান নিজের অভ্যন্তরীণ কোন্দলের কারণে পুড়ছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যোগসূত্র প্রকাশ্যে আসে। কিন্তু তারা সেই দাবি অস্বীকার করেছে। এদিকে এই পাকিস্তানেই এক এক প্রদেশের বনিবনা নেই অন্যদের সাথে। কোথাও সিন্ধুতে জলের ভাগাভাগির জন্য আন্দোলন শুরু হয়েছে এবং স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে। তো কোথাও স্বাধীনতার দাবিতে বিদ্রোহীরা সশস্ত্র বিপ্লবে নেমেছে। (আরও পড়ুন: কূটনৈতিক প্রত্যাঘাতের শেষ পেরেক পাকিস্তানের কফিনে? আরও এক বড় ঘোষণা দিল্লির)
আরও পড়ুন: 'ভারতকে থামাও, আমাদের বাঁচাও', গোয়েন্দা রিপোর্ট দেখে কাঁদছে পাকিস্তান
আরও পড়ুন: 'প্রস্তুতি' কাশ্মীরের, প্রত্যাঘাতের ইঙ্গিত রাজনাথের পদক্ষেপে?
রিপোর্ট অনুযায়ী, বালোচিস্তানের কালাতে পাকিস্তানি সরকারি অফিসে হামলার চালিয়েছে বিদ্রোহীরা। এরই সঙ্গে বিপুল সংখ্যক বন্দুকধারী কোয়েটা-করাচি মহাসড়ক অবরোধ করে রেখেছে। শুধু তাই নয়, ঘটনাস্থল দিয়ে যাওয়া যানবাহন থেকে নামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে এবং আইডি চেক করা হচ্ছে। কেউ পঞ্জাবি বা পাক সরকারের সঙ্গে যুক্ত থাকলে, তার ক্ষতি করা হচ্ছে। (আরও পড়ুন: না খেয়ে মরবে পহেলগাঁও হামলার জঙ্গিরা, তবে তাদের জীবিতই ধরতে চায় ভারত)
আরও পড়ুন: 'গায়ে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা করব', বললেন কর্ণাটকের মুসলিম মন্ত্রী
জানা গিয়েছে, এই ঘটনাগুলি ঘটছে কালাত জেলার মঙ্গোচর এলাকায়। এখানে বালোচ বিদ্রোহীরা অনেক সরকারি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এই ভবনগুলির মধ্যে ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানের অফিস, স্থানীয় আদালত এবং বেশ কয়েকটি বিভাগের অফিস রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বহুতলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি অবস্থিত পাকিস্তানের একটি সেনা ক্যাম্পেও হামলা হয়েছে বলে জানা গেছে, তবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। (আরও পড়ুন: 'আমি মরে যাব, তবে পাকিস্তানে যাব না', বললেন ২৭ বছর পুলিশে চাকরি করা ইফতিখার)
আরও পড়ুন: সিন্ধু প্রবাহে কমছে জল, বিশ্বব্যাঙ্কে নালিশ করেও কি তৃষ্ণা মিটবে পাকিস্তানের?
পাকিস্তানি নিউজ ওয়েবসাইট অনুসারে, এই বিদ্রোহীরা জাতীয় সড়কে পার্ক করা গাড়িগুলিতে তল্লাশি চালায়। বহু বাস ও গাড়ি থেকে লোকজনকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। করাচি ও কোয়েটার মধ্যে সংযোগকারী মহাসড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া একটি বড় ঘটনা। ধারণা করা হচ্ছে, বালোচ লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে। তারা পঞ্জাবি বংশোদ্ভূতদের টার্গেট করছে। (আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে হঠাৎ সক্রিয় মুনির! সেই রাতেই LoC-তে পাক সেনাকে কড়া জবাব ভারতের)
আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক দেখা যায়নি, দাবি কংগ্রেসের চান্নির, BJP বলল- পাকিস্তান যান…
রিপোর্টে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই সশস্ত্র বিদ্রোহীরা অনেক সরকারি ভবন দখল করে রেখেছে। ঘটনার খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছতেই ঘটনাস্থল ত্যাগ করেন ওই বিদ্রোহীরা। তাদের কেউই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েনি। এদিকে দীর্ঘ লড়াইয়ের পর হাইওয়ে চালু করা সম্ভব হয়েছে। অপরদিকে শুক্রবার রাতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীরা একটি চেকপোস্টে হামলা চালায়। তারা টোল কালেক্টর হক নওয়াজ ল্যাঙ্গোয়েকে হত্যা করে। শুধু তাই নয়, উড়িয়ে দেওয়া হয় ওই সড়কের একটি ব্রিজও। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।