হাই-মাদ্রাসা পরীক্ষায় দাপুটে ফল করল ছাত্রীরা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, হাই-মাদ্রাসার মেধাতালিকায় (প্রথম দশে) মোট ১৫ জন আছে। তাদের মধ্যে ১২ জনই মেয়ে। শুধু তাই নয়, প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত সকলেই ছাত্রী। আর সার্বিকভাবে মেধাতালিকায় মালদার পড়ুয়াদের দাপট দেখা গিয়েছে। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় - সবাই মালদার ছাত্রী। অন্যদিকে আলিম এবং ফাজিলের পরীক্ষার প্রথম তিনে আবার ছেলেদের দাপট দেখা গিয়েছে। তিনটি স্তরের পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশ পার করেছে।
ফাজিল পরীক্ষার ফলাফল
১) এবার ফাজিলে প্রথম হয়েছে ইয়ামিন শেখ। প্রাপ্ত নম্বর ৫৬২।
২) দু'জন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে - বাকিবিল্লা গায়েন এবং রাইহান হোসেন। প্রাপ্ত নম্বর ৫৫৯।
৩) তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল হালিম। প্রাপ্ত নম্বর ৫৫৮।
৪) সার্বিকভাবে ফাজিলের মেধাতালিকায় ১২ জন ঠাঁই পেয়েছে। তাদের মধ্যে নয়জন ছাত্র। আর তিনজন ছাত্রী।
৫) এবার ফাজিলে পাশের হার হল ৯৩.১৫ শতাংশ। মোট ৪,৭১৩ জন পরীক্ষা দেয়। ৪,৩৯০ জন উত্তীর্ণ হয়েছে।
হাই-মাদ্রাসা পরীক্ষার ফলাফল
১) হাই-মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছে মালদার বটতলা আদর্শ হাই-মাদ্রাসার ছাত্রী শাহিদা পারভিন এবং মালদার ভগবানপুর হাই-মাদ্রাসার ছাত্রী ফাহমিদা ইয়াসমিন। প্রাপ্ত নম্বর ৭৮০।
২) দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদার ইসলাম সাগর হাই-মাদ্রাসার শ্যামসুন নেহা। প্রাপ্ত নম্বর ৭৭৬।
৩) তৃতীয় স্থান অধিকার করেছে মালদার মহম্মদিয়া হাই-মাদ্রাসার আলিফনুর খাতুন। প্রাপ্ত নম্বর ৭৭২।
৪) এবার হাই-মাদ্রাসায় মেধাতালিকায় প্রথম ১৫ জন আছে। তাদের মধ্যে ১২ জনই ছাত্রী।
৫) হাই-মাদ্রাসায় পাশের হার ৯০.৩২ শতাংশ।
৬) জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে আছে পূর্ব মেদিনীপুর (৯৭.৫৪ শতাংশ)। তারপর আছে যথাক্রমে আলিপুরদুয়ার এবং উত্তর ২৪ পরগনা। এবার মাধ্যমিকেও পাশের হারের নিরিখে শীর্ষে আছে পূর্ব মেদিনীপুর।
আলিম পরীক্ষার ফলাফল
১) এবারের আলিমে প্রথম স্থান অধিকার করেছে মহম্মদ সৈয়দ আলম মণ্ডল। প্রাপ্ত নম্বর ৮৭৩।
২) দ্বিতীয় হয়েছে মাসুম বিল্লা গাজি। প্রাপ্ত নম্বর ৮৭০ নম্বর।
৩) তৃতীয় হয়েছে মহম্মদ ওমার ফারুক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৮৫৩।
৪) আলিমের মেধাতালিকায় ১০ জন ঠাঁই পেয়েছে। তাদের মধ্যে আটজন ছাত্র। বাকিরা ছাত্রী।
৫) এবার আলিমে পাশের হার ৯২.৮১ শতাংশ।
আর হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।’
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে। তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো।’