২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসের কাইল মায়ের্সের যে ক্যাচটি ধরে আইপিএলের সেরা ক্যাচের পুরস্কার জেতেন রশিদ খান, শুক্রবার আমদাবাদে কার্যত তার অ্যাকশন রিপ্লে দেখা যায়। এবার রশিদের হাতে ধরা পড়েন সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড। বলা বাহুল্য, এবারও টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার জিতে নিতে পারেন রশিদ।
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ৫১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দেখা যায় রশিদের দুর্দান্ত ফিল্ডিং। দ্বিতীয় ইনিংসের ৪.৩ ওভারে প্রসিধ কৃষ্ণার ব্যাক-অফ-লেনথ ডেলিভারিতে পিক-আপ শট মারেন ট্র্যাভিস। মিড-উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে চাইছিলেন হেড, তবে বল তাঁর ব্যাটের উপরের কানায় লাগে।
ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছিলেন রশিদ খান। তিনি নিজের বাঁ-দিকে ৩২ মিটার দৌড়ে কিছুটা পিছনে হাঁটেন বলের লাইনে শরীর নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ স্লাইডিং ডাইভে বল তালুবন্দি করে নেন আফগান তারকা। রশিদের অসাধারণ ক্যাচের জন্যই ট্র্যাভিস হেডকে ব্যক্তিগত ২০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। উল্লেখ্য, ২০২৩ আইপিএলে ঠিক এভাবেই মায়ের্সের ক্যাচ ধরেছিলেন রশিদ।