বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ড ও তার জেরে প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবারও আগুন আতঙ্ক! এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একটি বহুতলে থাকা সুপার মার্কেট!
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আজ (শনিবার - ৩ মে, ২০২৫) সকাল ৯টা নাগাদ মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকার ওই সুপার মার্কেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। ফলে খবর দেওয়া হয় দমকলে। তাদের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলে পৌঁছে যান শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর - যথাক্রমে - ইন্দ্রজিৎ পানিগ্রাহী ও সৌরভ বসু। উল্লেখ্য, এই সুপার মার্কেটটি ওই দুই ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ভয়ে ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাঁরা। তবে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।