
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। অভিযোগ, খুনের পর ৩ দিন বাড়িতেই লুকিয়ে রাখা ছিল দেহ। ঘটনায় অভিযুক্ত ও তাঁর বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের রাইখাঁর বাসিন্দা ওই নাবালিকা মায়ের সঙ্গে মামাবাড়িতে থাকত। বেশ কয়েক বছর আগে বাবা তাদের ছেড়ে চলে যায়। এর পর মামাবাড়িতেই বড় হয়ে ওঠে সে। অনটনের সংসারে দুটো পয়সার জন্য মেয়েকে সুলতানপুরে জালাল শেখের বাড়িতে কাজে পাঠান নাবালিকার মা। সেখানেই থাকত সে। ফোনে যোগাযোগ রাখত মায়ের সঙ্গে।
আরও পড়ুন: কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ
সোমবার থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মায়ের। চিন্তিত হয়ে বাড়ির মালিকের স্ত্রী রুবি বিবিকে ফোন করেন তিনি। রুবি বিবি জানান নাবালিকা বাড়ি যাওয়ার নাম করে আগেই বেরিয়ে গিয়েছে সে। এর পর নাবালিকার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। ২ দিন তন্ন তন্ন করে খুঁজেই তার কোনও খোঁজ পাননি। বুধবার থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা।
ওদিকে স্থানীয়রা রুবি বিবির বাড়িতেই নাবালিকা রয়েছে বলে বিক্ষোভ দেখাতে থাকে। এর পর জোর করে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে তারা। বাড়ির ছোট খেলে পিয়াল শেখজে জেরা শুরু করেন তাঁরা। জেরায় ভেঙে পড়ে সে জানায়, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে সে। এর পর চিলেকোঠার ঘরে রেখে দিয়েছে দেহ। এর পর চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার হতেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে জালাল শেখের পরিবারের সদস্যরা। কিন্তু তাদের ধরে ফেলেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করেন। সঙ্গে রুবি বিবি ও পিয়াল শেখকে আটক করে থানায় নিয়ে যান তাঁরা।
আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস তো জিন্দা হ্যায় না’? অভিষেকের রক্ষাকবচ নিয়ে বললেন শুভেন্দু
নাবালিকার মায়ের অভিযোগ, জালাল শেখের ছোট ছেলে পিয়াল শেখ মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। নিহতের মা জানিয়েছেন, শুক্রবার মেয়ে বাড়িতে এসেছিল। সেদিনই ওরা আবার নিয়ে চলে যায়। আমার মেয়ে ওদের বাড়ি যেতে চাইত না। আগেও পিয়াল ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে।
এই ঘটনা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘একটি নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports