ক্লাব তৈরির জন্য জমি দখলে বাধা দেওয়ায় তৃণমূল সমর্থক এক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবলের বিরুদ্ধে। বাদ যাননি মহিলারাও। এমনকী ৭ মাসের একটি শিশুকেও নির্যাতন করার অভিযোগ উঠেছে তৃণমূলি হানাদারদের বিরুদ্ধে। ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারের বৌসা গ্রামের। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি।
বৌসা গ্রামে বাস করে সইদুর নামে এক যুবক ও তাঁর স্ত্রী রেশমা খাতুন। অভিযোগ, তাদের বাড়ির একাংশ দখল করে ক্লাব তৈরি করেছে স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত সদস্য সইদুল শেখ। জমি দখল করে ক্লাব তৈরিতে বাধা দেওয়ায় বৃহস্পতিবার রাতে সইদুল ও তাঁর দলবল অস্ত্রশস্ত্র নিয়ে সইদুরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এমনকী পরিবারের মহিলা সদস্যদেরও মারধর করা হয়। বন্দুক দেখিয়ে গুলি চালিয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। সইদুরের ৭ মাসের শিশুসন্তানকেও নির্যাতন করে বলে অভিযোগ।
রেশমা খাতুন জানিয়েছেন, আমাকে বেধড়ক মারধর করেছে। আমার বাচ্চাটাকেও ছাড়েনি। অস্ত্র ও বন্দুক নিয়ে এসেছিল পঞ্চায়েত সদস্যের জনা পনেরো পোষা গুন্ডা। এই ঘটনায় আমার এক ননদ আহত হয়ে হাসপাতালে ভর্তি।
ওদিকে পঞ্চায়েত সদস্য সইদুল শেখের দাবি, ওদের জমির মধ্যে আমাদের ২ শতক জমি রয়েছে। সেই জমিতে ক্লাব তৈরি করা হচ্ছে। ওদের কোনও সমস্যা করা হয়নি। মারধরের অভিযোগ ভিত্তিহীন।
এই ঘটনার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস। তিনি বলেন, মহিলাদের গায়ে কেউ হাত দিয়ে থাকলে ব্যবস্থা হবে।