ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের ভাণ্ডানি জলঢাকা রোডে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের। ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু, ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সেই কারণে নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের তরফে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়।
প্রতীকী ছবি
ব্যাঙ্কের মধ্যে ঢুকে দৌরাত্ম্য চালাল তৃণমূল নেতাকর্মীরা। ব্যাঙ্ক ম্যানেজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হল। শুধু তাই নয় ব্যাঙ্কের ম্যানেজারকে খুন করার হুমকি দেওয়া হল। এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ধুপগুড়ি শহরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায়। এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। অভিযোগ, ব্যাঙ্ক ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে খুন করার হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা।
জানা গিয়েছে, ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের ভাণ্ডানি জলঢাকা রোডে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের। ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু, ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। সেই কারণে নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের তরফে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তাতেই বেজায় ক্ষুব্ধ হন ওই তৃণমূল নেতা। তিনি অনুগামীদের নিয়ে ব্যাঙ্কে চড়াও হন। এরপর ব্যাঙ্ক ম্যানেজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি জানতে চান, কেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হল? তৃণমূল নেতার স্পষ্ট হুঁশিয়ারি, কোনওভাবেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা যাবে না। তাকে টাকা তোলার সুবিধা দিতে হবে। অবিলম্বে ব্লক খুলে দিতে হবে। তা না হলে ব্যাঙ্ক ম্যানেজারকে বাড়ি ফেরার পথে ডাম্পার যে পিষে খুন করা হবে বলেও হুমকি দেন তৃণমূল নেতা।