গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জট অবশেষে কিছুটা হলেও কাটল। নতুন উপাচার্যের নাম এখনও ঘোষণা না হলেও, রাজ্যের উচ্চশিক্ষা দফতর রেজিস্ট্রারের মেয়াদ বাড়িয়েছে। মঙ্গলবার দেওয়া নির্দেশে বলা হয়েছে, বিশ্বজিৎ দাসসহ চারজন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হল।
আরও পড়ুন: সাইবার হানায় বিপত্তি, অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষায় বসলেন পরীক্ষার্থীরা
গত ২৬ অগস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে সরিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোস। এর পর উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিন এবং অন্যান্য কর্মকর্তা মিলে কাজ চালিয়ে যাচ্ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। কিন্তু ২২ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও শিক্ষাপাঠন সংক্রান্ত শূন্যতা তৈরি হয়।
ততদিনে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মকর্তা রাজীব পতিতুণ্ডি, জাহির হোসেন ও রবীন্দ্রনাথ কর্মকারের অতিরিক্ত দায়িত্বের মেয়াদও ১৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
উচ্চশিক্ষা দফতর মঙ্গলবার নতুন নির্দেশ দিয়ে জানান, বিশ্বজিৎ দাস পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রেজিস্ট্রারের দায়িত্ব সামলাবেন। বাকি তিন কর্মকর্তারও মেয়াদ ২০ অক্টোবর থেকে বৃদ্ধি করা হয়েছে। শুধু ইঞ্জিনিয়ারের দায়িত্বে থাকা জাহির হোসেন ফেব্রুয়ারি পর্যন্ত নিজের মূল দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এই নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস জানান, তাঁর আগের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন করে উচ্চশিক্ষা দফতর যে নির্দেশ পাঠিয়েছে, সেটি মেনে তিনি রেজিস্ট্রারের কাজ যথাসম্ভব দায়িত্বের সঙ্গে চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই পদক্ষেপের ফলে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং শিক্ষাপাঠন ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে।