বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই বিজেপি–তৃণমূল কংগ্রেস নেতাদের তরজায় তপ্ত হয়ে উঠল রাজ্য–রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ানকে ডান্ডা দিয়ে মেরে ‘আগাপাশতলা সোজা’ করার নিদান দিয়েছেন। তাতে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য–রাজনীতি প্রাঙ্গণে। রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন সুকান্ত। পাল্টা সুকান্তকে ‘বিড়ালছানা’ বলে খোঁচা দিয়েছেন সুফিয়ানও।
ঠিক কী বলেছেন বিজেপির রাজ্য সভাপতি? নন্দকুমার এলাকায় একটি দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। আর সেই সভা মঞ্চে দাঁড়িয়ে বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ–বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ভয় আর পাওয়া যাবে না। এবার যদি কেউ ভয় দেখাতে আসে, চমকাতে আসে, তাঁকে আপনারাই চমকাবেন। দল আপনাদের সঙ্গে আছে। দল আপনাদের পাশে দাঁড়াবে। যদি তৃণমূল কংগ্রেস দুধ দেয় তা হলে আমরা পায়েস তৈরি করে দেব। কোনও অসুবিধা নেই। ভদ্রলোকের সঙ্গে আমরাও ভদ্রলোক। কিন্তু যদি চোখরাঙায় বা চিটিংবাজি করে তা হলে ও কোন সুফিয়ান না কে, কোনও দিকে তাকাবেন না। আগে আগাপাশতলা সোজা করবেন, তার পর আমাকে ফোন করে বলবেন, দাদা দিয়ে দিয়েছি ডোজ। কোর্স কমপ্লিট একদম। ওষুধ দিয়ে দিয়েছি। তার পর যা হওয়ার হবে আমরা দেখব।’
পুলিশকে কী ভাষায় আক্রমণ করেন সুকান্ত? এদিন পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘নবান্ন অভিযানে একটা সময় পুলিশ দৌড়ে পালাচ্ছিল। পুলিশের নীচুতলার লোকেরা ভাল। খারাপ না। উঁচুতলার কিছু আইপিএস আর প্রোমোটেড ডব্লুবিসিএস অফিসাররা আছেন, যাঁরা পদোন্নতির জন্য চটি চাটে দিনরাত। আপনারাও বলে দেবেন, পুলিশ যখন পুলিশের মতো আচরণ করবে আপনাদের থেকেও পুলিশের মতো আচরণ পাবে। কিন্তু পুলিশ যদি তৃণমূল ক্যাডারের মতো আচরণ করে চাল চোরদের সঙ্গে যেমন আচরণ করতে হয় আপনারাও তেমন আচরণ করবেন। ডান্ডা বড় হওয়া চাই। ছোট হলে চলবে না।’