ভারতীয় রেলের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে দেশে সময় মেনে ৬৮ শতাংশ ট্রেন চলছে। বর্ষার মধ্যেও সবথেকে ভালো ফল করেছে কোঙ্কন রেলওয়ে (৭৪.৫ শতাংশ)। তারপর আছে যথাক্রমে দক্ষিণ-পূর্ব রেল (৭১.৯৩ শতাংশ), মধ্য রেল (৬৭.৩ শতাংশ), পশ্চিম-মধ্য রেল (৬৪.৭১ শতাংশ), পূর্ব রেল (৬৪.৫৫ শতাংশ), উত্তর রেল (৫৯.৫১ শতাংশ), উত্তর-মধ্য রেল (৫৭.৩৩ শতাংশ), দক্ষিণ-মধ্য রেল (৫৬.৩৯ শতাংশ), ইস্ট-কোস্ট রেল (৫৪.৮৮ শতাংশ) এবং দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (৩৮.২৪ শতাংশ)। উল্লেখ্য, বাহানগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রস-সহ তিন ট্রেনের দুর্ঘটনার পর সাত সপ্তাহ কেটে গেলেও এখনও ইস্ট-কোস্ট রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের এক্সপ্রেস ট্রেনও যে বেশ লেটে চলছে, তা রেলওয়ে বোর্ডের পরিসংখ্যান থেকেই ফুটে উঠেছে।