বগটুইকাণ্ডে নয়া মোড়, নাজিমার মৃত্যুকালীন জবানবন্দি এবার হাতিয়ার CBI-এর
1 মিনিটে পড়ুন Updated: 30 Mar 2022, 01:26 PM ISTবগটুইকাণ্ডে মৃত নাজিমার মৃত্যুকালীন জবানবন্দির সাহায্যেই দোষীদের সাজা নিশ্চিত করার বিষয়ে আশাবাদী সিবিআই।

বগটুইকাণ্ডে অপরাধীদের ধরতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো রামপুরহাটে অস্থায়ী ক্যাম্পে ঘাঁটি গেড়ে বসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছেন তাঁরা। সংগ্রহ করছেন তথ্য। রেকর্ড করছেন বহু মানুষের জবানবন্দি। এই আবহে এবার সিবিআই এবার দাবি করল, শেখলাল শেখের মৃত স্ত্রী নাজিমা বিবির মৃত্যকালীন জবানবন্দির সাহায্যেই তাঁরা অপরাধীদের শনাক্ত করে কড়া সাজা দেওয়ার পথ প্রসারিত করতে পারবেন। চিকিৎসক এবং নাজিমার স্বামী শেখলাল শেখের উপস্থিতিতে নাজিমার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছিলেন সিবিআই তদন্তকারীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports