রাস্তা নিয়ে অনেক অভিযোগ যেমন জেলা প্রশাসন বা স্থানীয় প্রতিনিধিদের কাছে জামা পড়েছিল তেমনি অনেক অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর দফতরে। এ সমস্ত আবেদন খতিয়ে দেখে এই কাজে নামতে চলেছে পূর্ত দফতর। সবমিলিয়ে ২৬২ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যজুড়ে মেরামত হবে বেহাল রাস্তা। প্রতীকী ছবি
রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তা মেরামত বা নতুন রাস্তার প্রায়ই ওঠে। মুখ্যমন্ত্রীর দফতরে এনিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। এবার সেই সমস্যার সমাধানে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে পূর্ত দফতর। রাস্তা সম্প্রসারণ থেকে শুরু করে সংস্কার, নির্মাণ সবমিলিয়ে প্রায় ২,২৮০ কিলোমিটার রাস্তার কাজ হবে। আর এই প্রকল্পের জন্য ৪ হাজার ২০৩ কোটি টাকা ধার্য করা হয়েছে। এর পাশাপাশি, রাস্তা নিয়ে সাধারণ মানুষ যাতে সহজেই তাদের অভিযোগ জানাতে পারেন তার জন্য এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করতে চলেছে পূর্ত দফতর। তার মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে।
জানা গিয়েছে, রাস্তা নিয়ে অনেক অভিযোগ যেমন জেলা প্রশাসন বা স্থানীয় প্রতিনিধিদের কাছে জামা পড়েছিল তেমনি অনেক অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর দফতরে। এ সমস্ত আবেদন খতিয়ে দেখে এই কাজে নামতে চলেছে পূর্ত দফতর। সবমিলিয়ে ২৬২ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বর্ষা শেষ হলে এই কাজ শুরু করতে চাইছে পূর্ত দফতর। দ্রুত এবিষয়ে টেন্ডার ডাকা হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে।
সব জেলাতেই কমবেশি রাস্তা সম্প্রসারণ, নির্মাণ এবং সংস্কার হবে। তবে এই তালিকার মধ্যে যে সমস্ত রাস্তাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে হুগলির মগরা থেকে পান্ডুয়া, বাঁকুড়া জেলা সদর থেকে তালডাংরা, বীরভূমের বোলপুর থেকে কঙ্কালীতলা, ডুয়ার্সের চ্যাংড়াবান্ধা থেকে মাথাভাঙা প্রভৃতি রাস্তা সংস্কার হবে। এছাড়া নতুন রাস্তার তালিকায় রয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের কিছু জায়গা। তাছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি রাস্তা সম্প্রসারণ করা হবে। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় নতুন সেতু নির্মাণ করা হবে বলেও জানা গিয়েছে।