সম্প্রতি সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলনে সদস্যদের যে হারে উপস্থিত হওয়ার আশা করেছিল সিপিএম তা দেখা যায়নি। ফলে সম্মেলনে গরহাজির নিয়ে সন্তুষ্ট নয় সিপিএম। সূত্রের খবর, এবার সিপিএমের এরিয়া কমিটি সম্মেলনে উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ। তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে সিপিএম । এর কারণ জানতে জেলা সিপিএমের তরফে সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিপিএম সূত্রের খবর, এরিয়া কমিটির সম্মেলনে সবচেয়ে কম উপস্থিতির হার ছিল গোঘাট ২ এরিয়া কমিটিতে। এখানে ১৫ টি এরিয়া কমিটিতে অনুপস্থিতির হার ছিল ২০ থেকে ২৯ শতাংশ । ১৪ টি এরিয়া কমিটিতে অনুপস্থিতির হার ছিল ১০ থেকে ১৯ শতাংশ। ধনেখালি এবং চুঁচুড়া এরিয়া কমিটিতে ১০ শতাংশের নিচে অনুপস্থিতির হার ছিল। সব মিলিয়ে গোঘাট ২ এরিয়া কমিটিতে ৩০ থেকে ৩৯ শতাংশ অনুপস্থিতির হার ছিল।
যদিও অনুপস্থিতির কারণ হিসেবে সিপিএমের অনেক নেতাই শারীরিক অসুস্থতার কথা জানাচ্ছেন। তাদের মধ্যে শারীরিক অসুস্থতার কারণে অনেকেই এরিয়া কমিটির সম্মেলনে হাজির হতে পারেননি। আবার অনেক নেতাই এর জন্য রাজনৈতিক হতাশাকে দায়ী করছেন। রাজনৈতিক হতাশার কারণে অনেকেই হাজির হননি বলে তাদের মত। সে ক্ষেত্রে রাজনৈতিক হতাশা থাকলে তা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলে সিপিএম সূত্রে জানা যাচ্ছে। তবে যে সমস্ত এরিয়া কমিটিতে অনুপস্থিতির হার ৩০ শতাংশের বেশি সেখানে বেশি জোর দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট নেতৃত্বদের। কোথায় দুর্বলতা রয়েছে তা খুঁজে বার করতে তৎপর হয়েছে সিপিএম।