সম্প্রতি একের পর ধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহে এবার এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল।তিন মাস আগে সাড়ে তিন বছরের ওই শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ইন্দাস থানা এলাকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: CPM নেত্রীদের নিয়ে অশ্লীল পোস্ট!অধ্যাপককে বেদম মার,থানায় নিয়ে গেলেন বাম পড়ুয়ারা
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে স্থানীয় এক যুবক শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় । এরপরেই এই নৃশংস কাজটি করে। শিশুটি বাড়িতে ফিরলে তার শরীরে চোট দেখতে পান পরিবারের সদস্যরা। কিন্তু সেই আঘাতের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি তারা। সদস্যরা ভেবেছিলেন হয়তো শিশুটি পড়ে গিয়ে চোট পেয়েছিল। কিন্তু সম্প্রতি ওই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিবারটি বিচার চাইতে থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশের সূত্রে জানা যায়, ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত প্রিতম সাঁতরা (১৯) তার মোবাইল ফোন দিয়ে নিজের অপরাধ রেকর্ড করেছিল। শিশুটির বাবা তার এক পরিচিতের মাধ্যমে ভিডিয়োটির কথা জানতে পারেন। এরপরেই দেরি না করে রবিবার ইন্দাস থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং রাতের মধ্যেই প্রিতমকে গ্রেফতার করে।অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং আইটি আইনে মামলা করা হয়েছে। শিশুটির পরিবার দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে এবং ভিডিয়োর সত্যতা যাচাই করছে। এই ধরনের ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।