বিধায়কদের এবারের পুরভোটে প্রার্থী করা হবে না জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিকে তারপরেও বিভ্রান্তি তৈরি হয় চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের নাম প্রার্থী তালিকায় থাকাকে ঘিরে। দল সূত্রে খবর, প্রথম প্রার্থী তালিকায় বৈদ্যবাটি পুরসভার তৃণমূল প্রার্থী হিসাবে অরিন্দম গুঁইয়ের স্ত্রীর নাম ছিল। ৩ নম্বর ওয়ার্ডে তাঁর নাম ছিল। এদিকে এই নামকে ঘিরে ফের ওঠে পরিবারতন্ত্রের অভিযোগ।
পরের তালিকায় অবশ্য দেখা যায় সেই নাম বাতিল হয়েছে। কিন্তু তালিকায় অরিন্দম গুঁইয়ের নাম রয়েছে। কিন্তু সেটা আবার ২ নম্বর ওয়ার্ড থেকে। আর এখানে ফের নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন অরিন্দম গুঁই নিজেই। তাঁর দাবি দলের মহাসচিব ফোন করেছিলেন তাঁকে। ঠিক কী বলেছেন তিনি?
বিধায়ক বলেন, দলের তরফেই নাম পাঠানো হয়েছিল। কিন্তু আজ আমাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বললেন, অরিন্দম তুমি যেহেতু বিধায়ক, তোমার না দাঁড়ানোই ঠিক। তবে দলের যা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেব। দল যা নির্দেশ দেবে সেভাবেই কাজ করব। জানিয়েছেন তিনি।
পাশাপাশি বিধায়কের দাবি, পার্থ চট্টোপাধ্য়ায় তাঁকে জানিয়েছেন,যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায়করা কাউন্সিলর ভোটে দাঁড়াবেন না। সেক্ষেত্রে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব।