দিলীপ ঘোষের খাসতালুকে অপারেশন লোটাস। বোর্ড গঠনের কয়েক ঘণ্টা আগে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের ৩ জয়ী প্রার্থী। যার ফলে পশ্চিম মেদিনীপুরের মণিদহ ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। তবে ফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত দখল করতে পারত শাসকদল।১৭ আসনের মণিদহ ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ১০টি আসন। বিজেপি ৭টি। বৃহস্পতিবার সকালে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে এসে দলবদল করেন তৃণমূলের টিকিটে জয়ী ৩ জন প্রার্থী। এর ফলে ওই পঞ্চায়েতের অংক সম্পূর্ণ উলটে গেল। এখন বিজেপির কাছে রয়েছে ১০ জন জয়ী প্রার্থী, তৃণমূলের ৭। বৃহস্পতিবারই বোর্ড গঠনের কথা ওই পঞ্চায়েতে।মণিদহ ৩ গ্রাম পঞ্চায়েত মেদিনীপুর বিধানসভার অন্তর্ভুক্ত। সেখানকার বিধায়ক তৃণমূলের জুন মালিয়া। এর আগে কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েতে তৃণমূলের ২ সদস্য বিজেপিকে ভোট দেওয়ায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয়েও বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল। এবার একই ঘটনা ঘটল মেদিনীপুরে।দলবদলকারী এক তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তৃণমূল বোর্ড গঠন করলে আবার উন্নয়নের নামে লাগামহীন দুর্নীতি শুরু হবে। এসব মানুষ আর চাইছে না। স্বচ্ছ – দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে বিজেপির হাত ধরেছি।