পূর্ব বর্ধমানের কালনা ব্লকে পুজোর ছুটির আগে এক বিএলআরও অফিসের পিকনিকে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিরিয়ানি খাওয়ার পর মৃত্যু হল এক কর্মীর। তাঁর নাম মুহুরি সুমন্ত মল্লিক। মৃতের সঙ্গে একই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। তিনি বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট এড়াতে কী পদক্ষেপ, বিদ্যুৎস্পৃষ্ট মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পূর্বস্থলী এক নম্বর বিএলআরও অফিসের স্টাফ ও মুহুরিদের নিয়ে পিকনিক আয়োজন করা হয়। সেদিন প্রায় ৪০ জন কর্মচারী একই ধরনের বিরিয়ানি খেয়েছিলেন। খাবারের কিছুক্ষণের মধ্যেই সুমন্ত মল্লিক অসুস্থ হয়ে পড়েন, মুখ দিয়ে গ্যাঁজলা বের হতে শুরু করে। দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর কর্মকর্তা কুন্তল মাঝি গুরুতর অসুস্থ থাকায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সুমন্ত মল্লিক সুস্থ ছিলেন এবং সাধারণত মাটন বিরিয়ানি খান না। তাই তাঁকে বিশেষভাবে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছিল। সুমন্তর দাদা শুভেন্দু মল্লিক বলেন, তাঁর ভাই একদম সুস্থ ছিলেন। তাঁকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। কারণ, যদি খাবারের সঙ্গে বিষ না মেশানো হতো, তবে সবাই অসুস্থ হত। পরিবার দাবী করেছে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হোক। নাদনঘাট থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, খাবারের মধ্যে বিষমিশ্রণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকার মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। পিকনিকে অনিয়মিত বা পরিকল্পিত কারণে এমন মৃত্যু স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।