উৎসবের মরশুমে অব্যাহত রইল গজরাজের হানা। সপ্তমীর পর অষ্টমীর রাতে লোকালয়ে হাতির হানায় মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। মৃত শিশুর নাম বন্ধন বিশ্বকর্মা। এছাড়া আহত হয়েছেন শিশুর মা সুপ্রিয়া বিশ্বকর্মা। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি বাজার এলাকায়। আচমকা জঙ্গল থেকে একটি হাতি রাতের অন্ধকারে লোকালয়ে চলে এসে তাণ্ডব চালায়। তার জেরে এই ঘটনা।
আরও পড়ুন: রিল বানানোর নেশায় হাতির একেবারে কাছাকাছি চলে গিয়েছিল যুবক, তারপর যা ঘটল…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মঙ্গলবাড়ি বাজার এলাকায় আচমকা হাতি প্রবেশ করে। দুর্গাপুজোকে কেন্দ্র করে এমনিতেই রাস্তাঘাটে মানুষের ভিড় ছিল। তার ফলে হাতি চলে আসায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যত শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা যে যার মতো নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় হাতির সামনে চলে আসে বন্ধন এবং সুপ্রিয়া।
জানা গিয়েছে, সুপ্রিম দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। সেই সময় হাতিটি তাদের সামনে চলে আসে। এক মেয়ে ও ছেলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পালাতে পারেনি ৬ বছরের মেয়েটি। তখন তার উপর হামলা চালায় হাতি। শুঁড়ে করে তুলে তাকে আছড়ে ফেলে দেয়। মায়ের ওপরেও হামলা চালায় হাতিটি। এরপর আশেপাশ থেকে প্রচুর লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে হাতিটি পুনরায় জঙ্গলে পালিয়ে যায়। তখন তড়িঘড়ি করে শিশু এবং তার মাকে মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে, শিশুর মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।