ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে সম্প্রতি দলের অন্যান্য নেতাদের বিরোধ দেখা দিয়েছিল। তাঁর এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। এই নিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের গোঁসা দেখিয়েছিলেন। এবার এলাকায় শান্তি বজায় রাখার কথা জানিয়ে তাঁকে সরাসরি ফোন করলেন খোদ মুখ্যমন্ত্রী বলে তাঁর দাবি। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেওয়ার পর এবার এমন দাবি করলেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। বিজেপি অবশ্য খোঁচা দিয়েছে, সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে দলের বিদ্রোহী বিধায়কের কাছে মাথানত করলেন তৃণমূলনেত্রী।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আবদুল করিমের অভিমানের ক্ষতে কি প্রলেপ পড়ল? বিধায়কের মনে জমে ওঠা ক্ষোভের বরফ কি গলতে শুরু করেছে? উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সহ–সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘মুখ্যমন্ত্রী কি আদৌ ফোন করেছিলেন? এটা ওরা বলছে। কিন্তু কেউ দেখেনি। যদি করে থাকে, তাহলে বলব সংখ্যালঘু তোষণের জন্য শেষমেশ করিম চৌধুরীর কাছে মুখ্যমন্ত্রীকে মাথানত করতে হল। কারণ তৃণমূলের সংখ্যালঘু ভোট সরছে।’
অন্যদিকে সম্প্রতি একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। দলের গোষ্ঠীদ্বন্দ্বে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই। একাধিক ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান আবদুল করিম চৌধুরী। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেও ঘোষণা করেন তিনি। তাঁর পাঠানো প্রার্থী তালিকায় অনুমোদন না দিলে তাঁদের নির্দল হিসেবে দাঁড় করাবেন বলে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন তিনি।
ঠিক কী কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে? ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরীর দাবি, এলাকায় শান্তি বজায় রাখার কথা জানিয়ে বৃহস্পতিবার তাঁকে ফোন করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডাইরেক্ট উনি আমাকে কল করলেন। কোনও অফিসার না, কোনও নেতা না। উনি ডাইরেক্ট আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে বললেন, করিমদা, দেখুন ইসলামপুরে কি হয়েছে। আপনি সিনিয়র নেতা। শান্তি রাখবেন। কোনও ঝামেলা যেন না হয়। আমি বললাম, দিদি ঠিক আছে। কোনও ব্যাপার নয়। মমতা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। যা বলার আপনিই বলবেন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup