পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে আহত শিশুর বাবাকে পাশে বসিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেই বিস্ফোরণে এক শিশুর প্রাণ যায়। গুরুতর আহত হয় আরও এক শিশু। এই ঘটনায় পুলিশ আহত শিশুর বাবার বয়ানকে সমানে রেখে পরকীয়া তত্ত্ব খাড়া করে। শিশুটির মায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। লকেটের সাংবাদিক বৈঠকে আহত শিশুর বাবা শুকদেব বল্লভের দাবি, তাঁকে সাদা কাগজে সই করিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী তথা শিশুটির মাকে গ্রেফতার করে।
সাংবাদিক বৈঠকে লকেট দাবি করেন, হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি কলোনির যে জায়গা বিস্ফোরণ হয় সেখানে আগে থেকে বোম রাখা ছিল। ভোটের সময় ব্যবহার করার জন্য বোমাগুলি রাখা হয়। শিশুগুলি খেলতে গিয়ে তাতে হাতে দিয়ে ফেলে।এর ফলেই ফেটে যায় বোমা। এর মধ্যে পরকীয়ার কোনও যোগ নেই।
আরও পড়ুন। রাজভবনে শ্লীলতাহানি,তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার CP-র কাছে
বেশ কয়েক বছর আগে শুকদেব বল্লভের সঙ্গে বিয়ে হয় রীতা বল্লভের। তাঁদের একমাত্র সন্তান রূপম।সম্প্রতি এলাকার এক যুবক দেবা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রীতা। এই ঘটনার পর শুকদের সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়ে যায়। পরে দেবাকে বিয়ে করেন রীতা। ছেলে রূপম শুকদেবের কাছেই থাকতেন।
লকেটের দাবি, এই ঘটনাকে জুড়েই পুলিশ বিস্ফোরণের ঘটনায় পরকীয় তত্ত্ব খাড়া করেছে। ঘটনার পর রূপমের বাবাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। পরে পরকীয়ার তত্ত্ব সাজিয়েই রীতাকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি প্রার্থী জানান, শুকদেবের কাছে গোটা ঘটনা জানতে পেরেই দলের পক্ষ থেকে তাঁকে আইনি সহায়তা করা হচ্ছে। তিনি আইনজীবী মাধ্যমে আদালতে তাঁর বয়ান জানিয়েছেন।
আরও পড়ুন। উল্টোডাঙা উড়ালপুলে রুদ্ধশ্বাস দৌড়, পাইলট কার নিয়ে রঙরুটে পুলিশ, কী এমন ঘটল?
সংবাদিক বৈঠকে শুকদেব জানান, ছেলের বোমায় আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। সেই সময় পুলিশ তাঁকে সাদা কাগজে সই করিয়ে নেয়। তিনি মানসিক ভাবে বিধ্বস্ত থাকায় জানতে কিছু জিজ্ঞাসা করেননি।
প্রসঙ্গত, এর আগে শুকদেবের মা এবং রীতার প্রাক্তন শাশুড়িও জানান, তাঁর বৌমা এই বিস্ফোরণের ঘটনায় কোনও ভাবেই জড়িত নন।
আরও পড়ুন। জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে শেখ শাহজাহান, আদালতে জানাল ইডি