চোপড়ায় সালিশি সভায় প্রকাশ্যে তরুণীকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবিকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। ওই ঘটনায় রবিবার সন্ধ্যায় তাজমুলকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন - বাংলায় তৃণমূল শরিয়া আদালত চালাচ্ছে, চোপড়ার ঘটনায় দাবি BJP নেতা অমিত মালব্যের
পড়তে থাকুন - স্কুলের নবীনবরণে ছাত্রদের জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ার অভিযোগ TMC নেতা শিক্ষকের বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাজমুলের বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য ও ৩টি জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ৩০৭ ধারায় খুনের চেষ্টা ও ৩৫৪ ধারায় মহিলাকে বলপূর্বক নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।
সোমবার সকালে তাজমুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আদালতে। পথে সাংবাদিকরা তাজমুলকে একাধিক প্রশ্ন করলেও কোনও জবাব দেয়নি সে।
রবিবার ভাইরাল এক ভিডিয়োয় দেখা যায়, চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবাহ ববির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে এক তরুণী ও এক যুবককে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে মারধর করছে তাজমুল ওরফে জেসিবি। সংবাদমাধ্যমে সেই খবর প্রচার হতে নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কয়েক ঘণ্টার মধ্যে তাজমুলকে গ্রেফতার করে পুলিশ।
যদিও তাজমুলের অপরাধ লঘু করতে তৎপর হয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। উলটে তাঁর অভিযোগ, সাংবাদিকরাই খুঁচিয়ে সমস্যা তৈরি করছেন। আক্রান্ত মহিলা তো কোনও অভিযোগ করেননি।
আরও পড়ুন - উনি 'বুলডোজার মাতা' হয়ে উঠেছেন, কাকে একথা বললেন সুকান্ত মজুমদার?
এখন দেখার হেফাজতে নিয়ে তাজমুলের কাছ থেকে কোন গুরুত্বপূর্ণ তথ্য বার করতে পারে পুলিশ। না কি পঞ্চায়েত ভোটে CPM কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর যেভাবে কয়েক মাসের মধ্যে সে জামিন পেয়েছিল, এবারও তেমনই অবলীলায় মুক্তি পায় সে।