IPS Jaspreet on Khalistani Controversy: 'খলিস্তানি' তকমা পাওয়া নিয়ে মুখ খুললেন IPS নিজে, কুণালের খোঁচা, 'মোদীও কি তবে…'
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 10:33 AM ISTএক পঞ্জাবি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএস অফিসার নিজেই শুভেন্দুর নামে এই অভিযোগ করেছেন। আর সেই সাক্ষাৎকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাংবাদিক মহম্মদ জুবায়ের। জুবায়েরের সেই পোস্ট শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
আইপিএস জসপ্রীত সিং এবং প্রধানমন্ত্রী মোদী