কলকাতার পর এবার পুরুলিয়া। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় অভব্য আচরণের অভিযোগে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ এনামুল হক। পুরুলিয়ার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই স্বাস্থ্য কেন্দ্রেরই কর্মী। অভিযোগ পেয়ে জেলা স্বাস্থ্য দফতর পৃথক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: ক্লাসে তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষককে মারধর, পরে গ্রেফতার
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বান্দোয়ান থানা এলাকার বাসিন্দা ওই তরুণী তিন বছরের মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি ছিলেন। অভিযোগ, গত শুক্রবার বিকেলে খাবার দেওয়ার কথা বলে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী তাঁকে ফাঁকা একটি ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাঁর গায়ে হাত দেওয়া-সহ অশোভন আচরণ করেন। ঘটনার পরদিন, শনিবার, তরুণী বিষয়টি একই ওয়ার্ডে থাকা অন্যান্য মহিলাদের জানান। তাঁরা যৌথভাবে প্রতিবাদ তুলে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান। খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী তরুণীর বক্তব্য, খাবার দেওয়ার নামে তাঁকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। ভিতরে গিয়ে তিনি তাঁর শরীরে হাত দেন। তৎক্ষণাৎ প্রতিবাদ করে তিনি বাইরে বেরিয়ে আসেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এনামুল হককে গ্রেফতার করে।