পুজোর আগে ও পুজোর সময় কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল হাওড়া পুলিশ। সাঁতরাগাছি ব্রিজের দিক থেকে হাওড়ার দিকে যে রাস্তা গিয়ে মিলেছে, সেখানে বর্তমানে ৬ লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে রাস্তার প্রস্থ কমে গিয়ে প্রতিদিন সকাল ও বিকেলে প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে। নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসগামী সকলকেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে এক্সপ্রেসওয়েতে ভারী পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: লোহার বিম তুলতে গিয়ে উল্টে গেল হাইড্রোলিক ক্রেন! দুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়েতে
এই পরিস্থিতি সামাল দিতে ১০ অগস্ট রবিবার থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ধরে কোনও ভারী পণ্যবাহী ট্রাক বা লরি চলতে পারবে না। তবে রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে না, অর্থাৎ ওই সময়ে পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। হাওড়া পুলিশ জানিয়েছে, আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোড ধরে মাইতিপাড়া হয়ে পণ্যবাহী গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কলকাতায় প্রবেশ করত। নতুন নিয়ম কার্যকর হলে সেগুলিকে নিবেদিতা সেতু ও টালা ব্রিজ ঘুরে কলকাতা বন্দরের দিকে অথবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার গন্তব্যে পাঠানো হবে। একইভাবে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাতায়াত করা ট্রাকগুলিকে মুম্বই হাইওয়ে বা আন্দুল রোড এবং হাওড়া–আমতা রোড ব্যবহার করতে হবে।