বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hollong Bungalow Fire Update: হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হল FIR, গঠিত হল সিট, ওখানে এবার কী তৈরি হবে?
পরবর্তী খবর
Hollong Bungalow Fire Update: হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হল FIR, গঠিত হল সিট, ওখানে এবার কী তৈরি হবে?
1 মিনিটে পড়ুন Updated: 20 Jun 2024, 03:16 PM ISTSatyen Pal
অতীত হয়ে গেল বাঙালির সাধের হলং বনবাংলো। আর সেই বাংলোতে রাত কাটানো যাবে না। মঙ্গলবার রাতে পুড়ে খাক হয়ে গেল সেই বাংলো।
হলং বাংলোর অবশিষ্ট অংশ। (PTI Photo)
হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল। তবে বনদফতর গোটা বিষয়টি একেবারেই হালকাভাবে নিতে চাইছে না। এবার হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করেছে বনদফতর। সেই সঙ্গেই অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে ওখানে কী ধরনের বাংলো নাকি অন্য় কিছু তৈরি করা হবে তা নিয়েও চর্চা চলছে পুরোদমে।
সূত্রের খবর, ফালাকাটা থানায় এফআইআর করা হয়েছে। জলদাপাড়ার রেঞ্জ অফিসের তরফে এই এফআইআর করা হয়েছে। পুলিশ এনিয়ে মামলা রুজু করেছে। ফালাকাটা থানার টিম এলাকা ঘুরে দেখছে। আগুন লাগার সময় যে বনকর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। এদিকে বনদফতরের উদ্যোগে স্পেশাল ইনভেসটিগেশন টিম। একাধিক বনকর্তা গোটা বিষয়টি নজর রাখছেন। যে সমস্ত বনকর্মীরা আগুনের সময় ঘটনাস্থলে ছিলেন তাদের সঙ্গে বনকর্তারাও কথা বলছেন। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
এদিকে জঙ্গল বন্ধ থাকার জেরে ওই হলং বাংলোতে অগ্নিকাণ্ডের সময় কেউ ছিলেন না। সেই পর্যটকশূন্য বাংলোতে কীভাবে আগুন লাগল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এদিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য়ে ছিল এই বনবাংলো। সেখানেই আগুন লাগে। আগুন লাগানো হয়েছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বনদফতর আলাদা করে তদন্ত করে দেখছে। জলদাপাড়ার গেট থেকে অনেকটা যাওয়ার পরে এই হলং বাংলো পড়ত।