সিঙ্গুরে আগুন। সিঙ্গুরের সুতোর কারখানায় বিধ্বংসী আগুন। সেই সময় কারখানায় কয়েকজন ছিলেন বলে খবর। সেই সময় দাউ দাউ করে আগুন ধরে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে বলে খবর।
সূত্রের খবর, একে তো সুতোর কারখানা। তার উপর দাহ্য বস্তুতে একেবারে ঠাসা ছিল সেই কারখানা। সেই কারখানায় আচমকা আগুন লেগে যায়। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। তবে আগুন নেভাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হয়।
রাস্তার ধারেই কারখানাটি রয়েছে। তবে কীভাবে আগুন লাগল সেটা বোঝা যায়নি। তবে সূত্রের খবর, সর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল কি না সেটা দেখা হচ্ছে। তবে কারখানার বিস্তীর্ণ এলাকায় দাউ দাউ করে আগুন ধরে যায়। দমকল এসে কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এদিকে সূত্রের খবর, স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তবে সবার আগে যাতে শ্রমিকরা কারখানা থেকে বের হতে পারেন তার ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।