দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম লুট করতে গেল, লাগল ভয়াবহ আগুন
1 মিনিটে পড়ুন Updated: 08 Nov 2023, 11:51 AM ISTMD Aslam Hossain
এদিন দুষ্কৃতীদের একটি দল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ভিতরে প্রবেশ করে শাটার নামিয়ে দেয়।প্রায় ৮ জন দুষ্কৃতী এদিন এটিএম লুট করতে আসে। এরপর গ্যাস কাটার দিয়ে এটিএমের ভল্ট থেকে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় ওই এটিএমের পাশ দিয়েই যাচ্ছিল মাটিগাড়া থানার ভ্যান।
এটিএম লুটের চেষ্টা। প্রতীকী ছবি
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এটিএমে। তবে সেই অগ্নিকাণ্ড শর্ট সার্কিট থেকে নয়। জানা গিয়েছে, গ্যাস কাটার দিয়ে এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। তা থেকেই আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এটিএমে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া থানার শিব মন্দির এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুষ্কৃতীদের একটি দল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ভিতরে প্রবেশ করে শাটার নামিয়ে দেয়।প্রায় ৮ জন দুষ্কৃতী এদিন এটিএম লুট করতে আসে। এরপর গ্যাস কাটার দিয়ে এটিএমের ভল্ট থেকে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় ওই এটিএমের পাশ দিয়েই যাচ্ছিল মাটিগাড়া থানার ভ্যান। তবে রাতের বেলায় এটিএমের শাটার বন্ধ থেকে সন্দেহ হয় পুলিশের। এরপর তারা গাড়ি থেকে নেমে এটিএমের শাটার খুলতেই দেখতে পান লুট করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের হাত থেকে বাঁচতে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে হামলা চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। এই অবস্থায় গ্যাস কাটারটি সেখানে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। সেই সময় গ্যাস কাটার চালু ছিল। দীর্ঘক্ষণ ধরে গ্যাস কাটার চালু থাকার ফলে এটিএমে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় দমকলকে খবর দেওয়া হয়। দ্রুত দমকল পৌঁছে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, এটিএমের ভল্টে থাকা সমস্ত টাকা প্রায় পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ব্যাঙ্কের অনুমান, পুড়ে যাওয়া টাকার পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা। কয়েকটি পুড়ে যাওয়া টাকার নোট উদ্ধার হয়েছে।