উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরকে ভাড়া দেওয়া ফ্ল্যাটে বিস্ফোরণে। বিস্ফোরণে উড়ে গেল ফ্ল্যাটের দেওয়াল। ভাঙা দেওয়ালের অংশ নীচে পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি। সোমবার সকালে এই ঘটনায় বরাতজোরে কেউ হতাহত হননি। ওদিকে অভিযুক্ত কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে রিয়াজউদ্দিনের দাবি, ঘরটি তাঁর নামে নেওয়া হলেও তাঁর যাতায়াত সেখানে ছিল না। যদিও স্থানীয়রা বলছেন অন্য কথা।সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার বাসিন্দারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে পড়তে থাকে ইট পাথর। এর পর দেখা যায় একটি বহুতলের ৫ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে ফ্ল্যাটের দেওয়াল। জানা যায়, ফ্ল্যাটটি গত নির্বাচনের সময় প্রোমোটারের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর আরমান মণ্ডল। তবে সেখানে স্থায়ী ভাবে কেউ থাকতেন না। ফলে এদিন প্রাণহানি এড়ানো গিয়েছে।ওদিকে ফ্ল্যাটের দেওয়াল ভেঙে ইটের টুকরো পড়ে পাশে থাকা বস্তির ওপর। ইটের টুকরো পড়ে একাধিক বস্তির টালির চালা ভেঙেছে। তবে কারও হতাহত হওয়ার খবর নেই। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। তারা গিয়ে বহুতলটি খালি করে দেয়। এর পর খালি করা হয় পাশের বস্তি।এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি ঘরের দেওয়ালের প্রায় ১০ ফুট অংশ ভেঙে নীচে পড়ে গিয়েছে। ১০ ইঞ্চি দেওয়াল ভেঙে ইট পড়ে ভেঙেছে নীচের বস্তির টালি।স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটের চাবি থাকে কাউন্সিলর আরমান মণ্ডলের কাছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, ফ্ল্যাটটি তাঁর নামে ভাড়া নেওয়া হলেও সেখানে থাকতেন না তিনি। প্রাথমিক তদন্তে অনুমান। ফ্ল্যাটে মজুত বোমাতেই বিস্ফোরণ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।