দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরপাকড়ের মধ্যেই বাংলাদেশে ফের যেতে গিয়ে সপরিবারে ধরা পড়ল ৪ জন। সঙ্গে ধরা পড়েছে আরও ১ বাংলাদেশি ও ১ ভারতীয় দালাল। ঘটনা কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীমান্তের। ধৃতদের মেখলিগঞ্জ থানার হাতে তুলে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার মেখলিগঞ্জের ভোটবাড়ি সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত যাওয়ার সময় ১ মহিলা ও ২ শিশুসহ ৪ জনকে আটক করে বিএসএফ। কিছু দূরে আরেক জায়গা থেকে ধরা পড়ে আরও ১ বাংলাদেশি। জানা গিয়েছে ধৃতদের নাম কাবিল শরিফ, তাঁর স্ত্রী হাজেরা শরিফ। এরা সম্পর্কে স্বামী - স্ত্রী। এদের ২ সন্তান ইরফান শরিফ ও ইব্রাহিম শরিফকেও আটক করেন সীমান্তরক্ষীরা। ঘটনাস্থল থেকে কিছু দূরে নাদিল সরদার নামে এক বাংলাদেশিকে ধরেন বিএসএফ জওয়ানরা। ধরা পড়ে মিঠুন রায় নামে এক ভারতীয় জওয়ানও।
জেরায় ধৃতরা জানিয়েছে, নাদিল ও কাবিল বাংলাদেশের নাড়াইলের বাসিন্দা। তারা পূর্বপরিচিত। বেশ কয়েক বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করে। এক পর কাবিল বাংলাদেশ থেকে তাঁর স্ত্রী হাজেরা বিবিকে নিয়ে আসে। মুম্বইয়ে সংসার পাতে অনুপ্রবেশকারীরা। সেখানে তাদের ২ সন্তান ইরফান ও ইব্রাহিমের জন্ম হয়। সম্প্রতি দেশজুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরপাকড়ের মধ্যে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয় নাদিল ও কাবিল। কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের কড়া নজরদারিতে ধরা পড়ে যায় তারা। এর পর তাদের মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা ভারতে থাকাকালীন একাধিক জাল পরিচয়পত্র বানিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তাদের জেরা করে এব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা।