কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাজির থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ আইসির বিরুদ্ধে। একাধিক সাক্ষীর বয়ানেও উঠে আসে মহম্মদ আলির নাম। সিউড়ি থানার আইসি’র সঙ্গে যোগ ছিল অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন, এনামুল হকের।
সিউড়ি থানার আইসি মহম্মদ আলি
আসানসোল সংশোধনাগারের সুপারের পর এবার সিউড়ি থানার আইসি’কে তলব করল ইডি। নয়াদিল্লিতে ইডির সদর দফতরে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করা হয়েছে। এমনকী তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি এবং সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ মহম্মদ আলি বলে জানতে পেরেছে ইডি অফিসাররা। এখন তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে এমন জরুরি তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কবে ডাকা হয়েছে আইসি’কে? ইডি সূত্রে খবর, আগামীকাল শনিবার আইসি মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় গরুপাচারের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে আসতে বলা হয়েছে। এমনকী গত কয়েক মাস ধরে অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচও দিয়েছেন সিউড়ি থানার আইসি। এমন তথ্য তাঁদের হাতে এসেছে। সেই বিষয়ে জানতে তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে তাঁর কাছ থেকে কোন তথ্য জানতে চাওয়া হবে সেটা জানানো হয়নি।
আর কী জানা যাচ্ছে? আগেও কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসি’কে জেরা করেছিল সিবিআই। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলিকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বা কিংপিন অনুপ মাজির থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল আইসির বিরুদ্ধে। একাধিক সাক্ষীর বয়ানেও উঠে আসে মহম্মদ আলির নাম।