একাধিক উৎসব স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল পূর্ব রেলওয়ে। তা নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই সঙ্গে দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানো হবে। যে ট্রেন কলকাতা থেকে ছাড়বে আগামী শনিবার এবং ফিরতি পথে পুরী থেকে ছাড়বে আগামী রবিবার। একনজরে দেখে নিন ট্রেনের তালিকা -১) ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশাল (রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।২) ০৫০৪৭ কলকাতা-গোরখপুর (সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।৩) ০৫০৫০ গোরখপুর-কলকাতা (বুধবার এবং শনিবার) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।৪) ০৫০৪৯ কলকাতা-গোরখপুর (রবিবার এবং বুধবার) : আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ট্রেন।৫) ০৫০৫২ গোরখপুর-কলকাতা (বৃহস্পতিবার) : আগামী ২৪ জুন পর্যন্ত ট্রেন চলবে।৬) ০৫০৫১ কলকাতা-গোরখপুর (শুক্রবার) : আগামী ২৫ জুন পর্যন্ত চলবে ট্রেন।৭) ০৫০৯৮ জম্মুতাওয়াই-ভাগলপুর স্পেশাল (মঙ্গলবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।৮) ০৫০৯৭ ভাগলপুর-জম্মুতাওয়াই স্পেশাল (বৃহস্পতিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।৯) ০৫০২৮ গোরখপুর-হাটিয়া স্পেশাল (প্রতিদিন) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।১০) ০৫০২৭ হাটিয়া-গোরখপুর স্পেশাল (প্রতিদিন) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন। কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল :এছাড়াও দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে। আগামী শনিবার (২৭ মার্চ) রাত ১১ টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে ট্রেন। পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে। যাত্রাপথে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে। ফিরতি পথে রবিবার (২৮ মার্চ) দুপুর ২ টোর সময় ট্রেন ছাড়বে। কলকাতায় পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে। আপ ট্রেনের (কলকাতা-পুরী) বুকিং শুরু হয়েছে আজ সকাল ৮ টা থেকে। ইন্টারনেট এবং কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। বিশেষ ট্রেনের বাড়তি ভাড়া ধার্য করা হবে।