এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় এক যুবকের সঙ্গে। সেই সম্পর্ক গড়ায় পরকীয়ায়। আর তারপর কালের গতিতে তা চরম ঘনিষ্ঠতায় পৌঁছয়। বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে যায়। এই অবস্থায় ওই গৃহবধূ প্রেমিককে বিয়ে করার দাবিতে তাঁর বাড়ির সামনে ধরনায় বসে পড়েন। এমন ঘটনায় প্রেমিকের বাড়ির লোকজন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে। তখনই প্রেমিকের মা তাঁকে মারধর করে বলে অভিযোগ। ওই বধূ তখন নিজেই নিজের গলায় ধারালো ছুরি দিয়ে নলি কাটার চেষ্টা করেন। তার জেরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডোমকল জুড়ে ছুটির দিনে চর্চায় উঠে আসে এই ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ডোমকলের ভগীরথপুরের যুবক বাবুসোনা। ওই যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে গড়ে ওঠে গৃহবধূর। ওই বধূ কামুড়দিয়াড় এলাকার বাসিন্দা। ওই গৃহবধূর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাবুসোনা। আর একাধিকবার সহবাস করেছেন ওই যুবক। তার জেরেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এখন বিয়ের কথা বললে তাঁকে গর্ভপাত করিয়ে নিতে চাপ দেওয়া হচ্ছে। বিয়ে করবে বলেই একাধিকবার হোটেলে নিয়ে যায় বাবুসোনা। সেখানে তাঁরা স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বারবার ঘনিষ্ঠ হয়েছেন। এখন বাবুসোনা তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছে না।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জগন্নাথধাম থেকে এল ২ লক্ষ প্যাকেট প্রসাদ, বিলি রাজারহাটে
বাবুসোনা বিয়ে করতে অস্বীকার করতেই অন্য কোনও পথ আর দেখতে পাননি বধূ। আর তাই প্রেমিক বাবুসোনার বাড়ির সামনে ধরনায় বসেন। তিনি আশা করেছিলেন, এই ধরনা থেকে বাবুসোনা তুলতে আসবে। আর তাঁর বাহুডোরে জড়িয়ে ধরবে। কিন্তু বাস্তবে তা হয়নি। উলটে অভিযোগ ওই যুবকের মা খাদিজা বিবি বেরিয়ে এসে তাঁকে বেধড়ক মারধর করেন। ওই অপমান সহ্য করতে না পেরে ওই বধূ আত্মহত্যা করার চেষ্টা করেন। বধূ নিজের গলায় ছুরি চালান বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বধূকে ওই কাজ করা থেকে নিরস্ত্র করে পুলিশে খবর দেন। আর বধূকে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়।