চুরি হয়ে গিয়েছিল সাঁতারু তথা প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। সেই ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল রাজ্য পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই পদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সে নিজের দোষ স্বীকার করেছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। পদক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী এবং পুলিশের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাঝ-আকাশেই ৫ বছরের শিশুর গলা থেকে চুরি সোনার চেন? বিমানসেবিকার বিরুদ্ধে FIR!
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চোরেরা হানা দেয়। বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা থাকে। বর্তমানে তিনি সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। আদি বাড়ির দেখভালের দায়িত্বে আছেন তাঁর ভাই মিলন চৌধুরী। শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি গিয়ে মিলনবাবু লক্ষ্য করেন, পিছনের গেট ভাঙা এবং ভেতরে ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। বাড়ির আলমারি ও আলমারির ভেতরে রাখা বুলা চৌধুরীর অর্জিত মেডেল, বিভিন্ন স্মারক সামগ্রী এবং পদ্মশ্রী পদক চুরি হয়ে যায়। এমনকি গৃহস্থালির বেশ কিছু জিনিস যেমন বাথরুমের কল, পুজোর সামগ্রী পর্যন্ত খোয়া যায়। এরপরই তিনি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর দ্রুত তৎপর হয় পুলিশ। প্রথমে স্থানীয় থানা তদন্ত শুরু করলেও শনিবার থেকে সিআইডি আনুষ্ঠানিকভাবে তদন্তভার নেয়। তারা ঘটনাস্থল থেকে নথি ও সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে।