‘অপারেশন সিঁদুর’ করার পরই পাকিস্তান টের পেয়েছে ভারতের সঙ্গে লাগলে কী সহ্য করতে হয়। তারপরও আটকে রেখেছিল রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। আজ আবার বিরাট সাফল্য পেল ভারত। কারণ নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথানত করতে হল ইসলামাবাদকে। তার জেরে ভারতে ফিরল ২২ দিন আগে পাকিস্তানের সেনাদের হাতে আটক রিষড়ার জওয়ান পূর্ণম কুমার সাউ। আজ, বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টা নাগাদ তাঁকে আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে। আর তাতেই পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর অপেক্ষার অবসান ঘটল। আর সকলকে ধন্যবাদ জানালেন।
এদিকে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন পূর্ণমের স্ত্রী রজনীর সঙ্গে। যখন স্বামীকে কিছুতেই পাকিস্তান মুক্তি দিচ্ছিল না তখন নয়াদিল্লি যেতে চেয়েছিলেন রজনী। তাঁকে যেতে নিষেধ করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তিনি চেষ্টা করছেন বলেও আশ্বস্ত করেন। ভারত সরকারের সর্বস্তরেই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফের ডিজিকেও ফোন করেছিলেন তিনি এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার পূর্ণমের মুক্তি ঘটতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী ছুটে গিয়েছিলেন পাঠানকোটে। স্বামী কেমন আছেন কোনও খবর পাচ্ছিলেন না। রাত কেটেছে। কিন্তু দু’চোখের পাতা এক হয়নি। প্রহর গুনছিলেন স্বামীর ফিরে আসার। আজ তা ঘটল।
অন্যদিকে পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলে পূর্ণম কুমার সাউকে পাকিস্তানের সেনারা আটক করে। ভুল করেই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ফেলেছিলেন রিষড়ার জওয়ান। তারপর থেকেই এই বিএসএফ জওয়ান সম্পর্কে আর কোনও তথ্য পাচ্ছিল না পরিবার। দেশে ফিরেছেন স্বামী খবর পেয়েছেন স্ত্রী রজনী। তাই তো স্বস্তির নিশ্বাস ফেলে স্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে খুশি হয়েছেন বলে বার্তা দিয়েছেন।
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রজনীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি বিএসএফ শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছেন। স্বামী পূর্ণম সুস্থ রয়েছেন বলেও রজনীকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পর রজনীদেবী বলেন, ‘দিদির ভালবাসা সারাজীবন মনে থাকবে। আমি দিল্লি যেতে চেয়েছিলাম। উনি বললেন, তোমার শরীর ঠিক নেই। এখন যেও না। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।’ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতে ফিরেছেন পূর্ণম। আজও মুখ্যমন্ত্রী ফোন করেছেন স্ত্রী রজনীকে। তারপর এক্স হ্যান্ডেলে লিখেছেন জওয়ানের ফিরে আসার কথা।