এদিন স্বচ্ছ ভারত অভিযানে নেমে তিনি পথ চলতি মানুষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যদের সপ্তাহে একদিন বাড়ি বা দোকানের চারপাশে পরিষ্কার করার আবেদন জানান। অন্যদিকে, রাজ্যে প্রতিদিন বাড়ছে ডেঙ্গি। এদিন এই কর্মসূচি ছাড়াও ডেঙ্গি প্রতিরোধে এলাকার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার শপথ নেওয়া হয়।
স্বচ্ছ ভারত অভিযান। প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ১ অক্টোবর দেশজুড়ে পালিত হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানে ঝাড়ু হাতে রাস্তায় নামতে দেখে গিয়েছে নেতা মন্ত্রীদের। তেমনই কোদাল নিয়ে আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল এক বিডিওকে। এদিন তমলুক ব্লকের পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিকাশি বাজার এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে নামেন তমলুকের বিডিও সৌমেন মণ্ডল। তিনি কোদাল হাতে নিয়ে আবর্জনা তুলতে দেখা যায় ওই বিডিওকে।
এদিন স্বচ্ছ ভারত অভিযানে নেমে তিনি পথ চলতি মানুষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যদের সপ্তাহে একদিন বাড়ি বা দোকানের চারপাশে পরিষ্কার করার আবেদন জানান। অন্যদিকে, রাজ্যে প্রতিদিন বাড়ছে ডেঙ্গি। এদিন এই কর্মসূচি ছাড়াও ডেঙ্গি প্রতিরোধে এলাকার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার শপথ নেওয়া হয়। এ বিষয়ে তিনি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ডেঙ্গি যেভাবে বাড়ছে তার জেরে স্বচ্ছতার উপর জোর দিয়েছে সরকার। প্রতিদিনই পরিষ্কার করা হচ্ছে আবর্জনা। বিডিও জানান, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকার ২৩ গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে।
এদিন যে সমস্ত এলাকায় ময়লা আবর্জনা বেশি বিশেষ করে বিভিন্ন মার্কেট, বাজার প্রকৃতি জায়গায় স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, সারা বছর ধরেই ওই এলাকায় স্বচ্ছতা অভিযান চলে। তবে ১ অক্টোবর বিশেষ দিন হওয়ায় এই অভিযান চালানো হয়েছে। এদিন তিনি জানান, এলাকা পরিচ্ছন্ন রয়েছে কিনা তা নিয়ে মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিট করা হবে।