আবসিক স্কুলে বেহাল হস্টেল! উদ্বেগ প্রকাশ কলকাতাই হাইকোর্টের
1 মিনিটে পড়ুন Updated: 19 Aug 2023, 01:03 PM ISTChiranjib Paul
হস্টেলে যাওয়ার ঠিক মতো রাস্তা নেই, জলের সমস্যা, স্থায়ী সুপার নেই, গার্ড নেই, সাফাইকর্মী নেই। এমন কি বাচ্চাদের খাবার দেবার কোনও সঠিক পরিকল্পনা নেই। ফলে আবাসিক স্কুলের পড়ুয়াদের চূড়ান্ত একটা অব্যবস্থা মুখোমুখি হতে হয় প্রতিদিন।
কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাত্র মৃত্যু নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন রাজ্যের আবাসিক স্কুলগুলির বেহাল দশার ছবি উঠে এল কলকাতা হাইকোর্টের একটি মামলায়। আবাসিক স্কুলগুলির হস্টেলের বেহলা দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টও।
পশ্চিম বর্ধমানের রঘুনাথ মুর্মু নামে আবাসিক স্কুলে প্রাপ্য বকেয়া টাকা দাবিতে আদালতে মামলা করেছিলেন এই শিক্ষক। মামলায় উঠে আসে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের বিবাদের জেরে লাটে উঠেছে পড়াশুনো। চরম অব্যবস্থার মধ্যে পড়াশুনো করতে হয় পড়ুয়াদের যা শুনে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, এমন অবস্থা মেনে নেওয়া যায় না।
মামলায় অভিযোগ ওঠে, হস্টেলে যাওয়ার ঠিক মতো রাস্তা নেই, জলের সমস্যা, স্থায়ী সুপার নেই, গার্ড নেই, সাফাইকর্মী নেই। এমন কি বাচ্চাদের খাবার দেবার কোনও সঠিক পরিকল্পনা নেই। ফলে আবাসিক স্কুলের পড়ুয়াদের চূড়ান্ত একটা অব্যবস্থা মুখোমুখি হতে হয় প্রতিদিন। অথচ স্কুল উন্নয়নের টাকা যে নেই তেমনটাও নয়।