শিলিগুড়িতে ফের গ্যাস কাটার দিয়ে কেটে এটিএম লুঠ। এবার এটিএম লুঠ হল শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। বুধবার ভোর রাতে একটি সুমো গাড়ি করে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার ATM টিতে হানা দেয় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে ATM কাটার ফলে আগুন ধরে যায়। দমকল এসে এটিএমের আগুন নেভায়। পুলিশ দুষ্কৃতীদের তাড়া করলেও ধরতে পারেনি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন পদস্থ আধিকারিকরা। কিন্তু একের পর এক এই ধরণের ঘটনায় শহরে ATMগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, রাত ২টো নাগাদ ATMএর গাড়ি করে ATMএর সামনে পৌঁছয় দুষ্কৃতীরা। গাড়ির নম্বর প্লেটটি ছিল ভুয়ো। তাদের সবার মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা। গাড়ি থেকে নেমেই ATMএর CCTV ক্যামেরায় কালো রং স্প্রে করে দেয় তারা। এর পর গ্যাস কাটার দিয়ে ATM কেটে টাকা লুঠ করে। গ্যাস কাটার দিয়ে ATM কাটতে গিয়ে সেটিতে আগুন ধরে যায়। ওদিকে পালানোর সময় দুষ্কৃতীদের গাড়িটিকে চিহ্নিত করে ফেলেন অসিঘর ফাঁড়ির টহলরত আধিকারিকরা। গাড়িটিকে তাড়া করেন তাঁরা। একই সঙ্গে আসেপাশের সমস্ত থানাকে সতর্ক করেন। কিন্তু বেশ কিছুক্ষণ তাড়া করেও গাড়িটিকে ধরতে পারেনি পুলিশ। এর পর নির্জন একটি জায়গায় গাড়িটিকে ফেলে অন্য গাড়ি করে পালায় দুষ্কৃতীরা। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে ATMটিতে প্রায় ২০ লক্ষ টাকা রাখা ছিল।
গত জুনে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় একই ভাবে একটি ATM লুঠ হয়। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলেও এখনও লুঠের টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। তার রেশ কাটতে না কাটতে ফের একবার ATM লুঠ শিলিগুড়ি কমিশনারেট এলাকায়। পুলিশ জানিয়েছেন, আসেপাশের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।