রেলগেট এবার ভেঙে লাইনে ঢুকে পড়ল ট্রাক। আর তখনই ওই ট্রাক গিয়ে সজোরে ধাক্কা মারল চলন্ত ট্রেনে। আজ, মঙ্গলবার যশিডি এবং শঙ্করপুর স্টেশনের মাঝে ঝাঁঝা থেকে আসানসোলগামী একটি লোকাল ট্রেনে এমন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন ছড়িয়ে পড়েছে। অ্যাজবেস্টার্স বোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাকের ধাক্কায় ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় বলে জানান আসানসোল ডিভিশনের ডিআরএম সিএন সিং। তবে হতাহতের কোনও খবর কিছু মেলেনি।
আজ, মঙ্গলবার দুপুরে ডাউন ঝাঁঝা–আসানসোল লোকাল আসানসোলের দিকে যাচ্ছিল। ওই চলন্ত লোকাল ট্রেনটি যখন যশিডি এবং শঙ্করপুরের মাঝামাঝি জায়গায় ছিল তখন লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে একটি ট্রাক হঠাৎ লাইনে চলে আসে। আর ধাক্কা মারে। ট্রাকের গতি এতটাই জোরাল ছিল যে, ট্রেনের ইঞ্জিনের চাকা মুহূর্তে বেলাইন হয়ে যায়। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে। তার ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হয়। কেমন করে ঘটল দুর্ঘটনা? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বিষয়ে রেলের পক্ষ জানানো হয়েছে, রেলগেট পড়ার সময়ে দ্রুত ওই ট্রাক চালিয়ে ট্রেন লাইনে ঢুকে পড়ে ট্রাকটি। তারপরেই ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংসের দিন ছুটি থাকার সম্ভাবনা বিধানসভায়, তৃণমূলের কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে
এদিকে যদিও ট্রেন চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল। তবে কেমন করে রেল গেট অমান্য করে ট্রেনের লাইনে ঢুকে পড়ল ট্রাকটি সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তখন ধাক্কা মারার জেরে দুমড়ে যায় ট্রাকটি। এই দুর্ঘটনা ঘটার সময় রেল গেটটি বন্ধই ছিল। ট্রাক সজোরে এসে ধাক্কা মারে। তীব্র গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। ওই ট্রাকে কোনও যান্ত্রিক সমস্যা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেন চালক ট্রাকটি থামাতে পারলেন না? তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনও হতাহত নেই। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে এই ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই আবহে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের অফিসাররা। ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থলে পৌঁছে মেরামত করে স্বাভাবিক রেল যাত্রার চেষ্টা করেন। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আসানসোল জুড়ে। ২০২৪ সালের জুলাই মাসেও এরকমই একটি দুর্ঘটনা ঘটেছিল। উত্তর ২৪ পরগনার খড়দা এবং সোদপুর স্টেশনের মাঝে একটি স্করপিও ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেসকে। গেট পার করে স্করপিও গাড়িটি ঢুকে পড়েছিল লাইনের ধারে। তাতেই ঘটে দুর্ঘটনা।