চলন্ত ট্রেনে বিনা অনুমতিতে তরুণীর ভিডিয়ো করার অভিযোগ। হাতে নাতে ধরে অভিযুক্ত প্রৌঢ়কে উত্তমমধ্যম দিলেন সেই ছাত্রী। ঘটনা দক্ষিণ দিনাজপুরের। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি শেয়ার করে মহিলাদের এই ধরণের অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন - বেল্ট দিয়ে মারধর ওসির, গায়ে দেওয়া হয় মোমবাতির ছ্যাঁকা, গুরুতর অভিযোগ AIDSO-র
পড়তে থাকুন - 'স্কুলে ঝাঁট দিতে হয় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যায়, প্রৌঢ় এক ট্রেন যাত্রীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন এক কলেজছাত্রী। সঙ্গে একের পর এক চড় মারছেন তিনি। মালদার গাজোলের বাসিন্দা ওই ছাত্রী জানিয়েছেন, নবদ্বীপ এক্সপ্রেসে বালুঘাটে যাচ্ছিলেন তিনি। ট্রেনে ঠিক তাঁর উলটো দিকের আসনে বসেছিলেন ওই প্রৌঢ়। দীর্ঘক্ষণ ধরে তরুণীর ভিডিয়ো করছিলেন তিনি। তখনই হাতে নাতে প্রৌঢ়কে ধরে ফেলেন তরুণী। দেখা যায় প্রায় ৩০ মিনিট ধরে তরুণীর ভিডিয়ো করছিলেন তিনি। এমনকী তরুণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিডিয়ো জ়ুম করে রেকর্ড করেছেন তিনি। এর পরই তরুণী প্রৌঢ়ের কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেন। প্রৌঢ়কে একের পর এক চড় মারতে থাকেন তিনি। ট্রেন বালুরঘাটে পৌঁছলে GRPর কাছে মৌখিক অভিযোগ জানান তিনি।
এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসা একজন সহযাত্রী অভব্য আচরণ করছিলেন, শুধু তাই নয় বোনটির ভিডিও রেকর্ডিংও করছিলেন। বোনটি অত্যন্ত সাহসীকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন। আমি বোনটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্ণিশ জানাই।’
আরও পড়ুন - ভোটমুখী বাংলায় বিজেপির রাশ থাকছে শাহের হাতেই? চলতি মাসেই আসতে পারেন বঙ্গ সফরে!
রাজ্যের মহিলাদের কাছে বিরোধী দলনেতার আহ্বান, ‘পশ্চিমবঙ্গে রাস্তা ঘাটে প্রতিনিয়ত মাতৃশক্তিরা এই ধরনের অন্যায়ের শিকার হন। পুলিশ প্রশাসনের উদাসীনতার ফলে এই ধরণের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। আমি মাতৃশক্তিদের সকলের কাছে আবেদন করব যে এ ধরণের অভব্য আচরণ আপনাদের সাথে ঘটলে আপনারা মানসিক শক্তি সঞ্চয় করে প্রতিবাদ করার সাহস দেখান ও দোষীদের সর্বসমক্ষে নিয়ে আসুন।’