
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আবাস যোজনার সমীক্ষায় বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের মুখে সমীক্ষা না করেই ফিরে যেতে হল প্রশাসনের কর্মীদের। ঘটনা তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। তবে তা মানতে নারাজ গ্রামবাসীরা।
আরও পড়ুন - 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজি করে হামলা চালিয়েছিলেন অতীন ঘোষ'
পড়তে থাকুন - ‘লাল হার্মাদে ভরে গেছে বিজেপি’, তৃণমূলে যোগ দিলেন দিলীপ ঘোষের অনুগামী
গত ২১ অক্টোবর রাজ্যজুড়ে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। শনিবার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতে সমীক্ষায় যান প্রশাসনের কর্মীরা। ওই গ্রামপঞ্চায়েতের একমাত্র বিজেপির সদস্যের অঞ্চলে চলছিল সমীক্ষা। স্থানীয় বিজেপি সমর্থকদের দাবি, বিজেপি কর্মীদের বাড়িতে সঠিক ভাবে সমীক্ষা করছিলেন না প্রশাসনের কর্মীরা। তাদের বাড়িতে ঠিক মতো ছবি তোলা হচ্ছিল না। এরই মাঝে স্থানীয় এক বিজেপি কর্মী তাঁর বাড়ি প্রশাসনের কর্মীরা সমীক্ষা চালানোর পর আপলোড করা ছবি দেখতে চান। অভিযোগ, তাঁকে কোনও ছবি দেখাতে পারেননি প্রশাসনের কর্মীরা। এর পরই প্রশাসনের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পক্ষপাতিত্ব করছেন প্রশাসনের কর্মীরা। বিজেপি কর্মীদের বাড়িতে এমন ভাবে সমীক্ষা করা হচ্ছে যাতে তাদের নাম তালিকা থেকে বাদ চলে যায়। উলটো দিকে তৃণমূল কর্মীদের পাকা বাড়ি থাকলেও গোয়াল ঘর, মুরগির ঘরের ছবি তুলে আপলোড করে দেওয়া হচ্ছে।
অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। তিনি বলেন, প্রশাসনের কর্মীরা সরকারি নির্দেশিকা মেনে কাজ করছেন। তারা কোনও পক্ষপাতিত্ব করেননি। আবাসের আবেদনের তিন স্তরে সমীক্ষা হয়। ফলে এই ধরণের দাবি ভিত্তিহীন।
আরও পড়ুন - মাদক খাইয়ে বেহুঁশ করে BJPর পঞ্চায়েত প্রধানের হাতে ধরিয়ে দেওয়া হল TMCর পতাকা!
বলে রাখি, গত সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরেও বিক্ষোভের মুখে আবাসের সমীক্ষা না করেই ফিরতে হয়েছিল প্রশাসনের কর্মীদের। গ্রামবাসীদের দাবি, কেন্দ্রীয় সরকারি আবাস প্রকল্পের তালিকায় যাদের নাম ছিল তাদের সবাইকে ঘর দিতে হবে। নতুন করে রাজ্য সরকার সমীক্ষা করতে পারে না।
ডিসেম্বরে আবাস যোজনার টাকা দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সমীক্ষার নামে বিভিন্ন জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports