দুর্গাপুজোর আগে বিদ্যুতের তারের মেরামতি করতে হবে। এটাই ছিল কাজ। আর তা করতে গিয়ে প্রাণ গেল এক বিদ্যুৎকর্মীর। আজ, রবিবার সকালে সিউড়ির নেতাজি বাসস্ট্যান্ডে এই মেরামতির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছিল। কিন্তু এখানে জেনারেটর চালানোয় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বীরভূমে।
ঠিক কী ঘটেছে বীরভূমে? স্থানীয় সূত্রে খবর, নেপাল বেসরা (৩২) নামে এক অস্থায়ী কর্মী তার মেরামতির কাজ করছিল। কিন্তু হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুৎ তারে আটকে থাকেন বহুক্ষণ। সেখানেই প্রাণ হারান। শনিবার জানানো হয়েছিল, দুর্গাপুজোর আগে সিউড়ির বিভিন্ন এলাকায় বিদ্যুতের মেরামতির কাজ করা হবে। তাই রবিবার বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ পরিষেবা। সেই মতো কাজ শুরু হয়। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাসস্ট্যান্ডে ভিড় জমে যায়। সিউড়ি থেকে দমকলবাহিনী এসে তাঁর দেহ উদ্ধার করে। সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই যুবকের বাড়ি রাজনগর থানার তাঁতিপাড়ায়। শেখ ফিরোজ নামে এক ঠিকাদার কর্মীর অধীনে কাজ করতেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠছে।