বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mizoram Rail Bridge Collapse: কান্নার রোল! হাহাকার! মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মালদার একটি গ্রামেই ১৭জনের মৃত্যু
পরবর্তী খবর
Mizoram Rail Bridge Collapse: কান্নার রোল! হাহাকার! মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মালদার একটি গ্রামেই ১৭জনের মৃত্যু
1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 05:05 PM ISTChiranjib Paul
মঙ্গলবার সকালে মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে হঠাৎ-ই একটি নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে পড়ে। ঘটনাস্থলে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। ধসে পড়া ওই ব্রিজের তলায় অনেক শ্রমিক আটকে পড়েন। জানা গিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক।
খবর আসতেই গ্রামে কান্নার রোল
মিজোরামে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায় মালদার একই গ্রামে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গ্রাম থেকে প্রত্যেকেই শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন। এই খবর গ্রামে পৌঁছতেই কান্না রোল নেমে আসে গ্রাম জুড়ে।
জানা গিয়েছে, মালদার পুথুরিয়া থানার চোদুয়ার গ্রামের অন্তত ১৭ জন শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বেসরকারি সূত্র বলছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। এরা প্রত্যেকেই মিজোরামে গিয়েছিলেন ব্রিজের কাজ করতে। এই খবর পৌঁছতেই গ্রামে যান অতিরিক্ত জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জানিয়েছেন, মিজোরামে কাজ করতে গিয়ে ব্রিজ দুর্ঘটনায় অন্তত ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করবে।
মঙ্গলবার সকালে মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে হঠাৎ-ই একটি নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে পড়ে। ঘটনাস্থলে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। ধসে পড়া ওই ব্রিজের তলায় অনেক শ্রমিক আটকে পড়েন। জানা গিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।