হরিয়ানার ধানকোটের ১০২ নম্বর সেক্টর দীর্ঘদিন ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অন্যতম কর্মক্ষেত্র ছিল। দিনমজুরি, গাড়ি ধোয়া কিংবা গৃহ-সহায়িকার কাজ করে কোনও মতে পেট চালাতেন তাঁরা। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সবকিছু। ৭ অগস্টের পর কোনও বাঙালিকে এখানে থাকতে দেওয়া হবে না। অঘোষিত এই নির্দেশের পরেই সেই এলাকা ছেড়ে রাজ্যে ফিরছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। এই আতঙ্কে ঘরে ফিরলেন তুফানগঞ্জের ১০৩ জন শ্রমিক।
আরও পড়ুন: বিজেপি শাসিত রাজস্থানে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার
জানা গিয়েছে, সরকারি কোনও নির্দেশ নেই, নেই পুলিশের ঘোষণাও। তবু যেন সেখানকার পরিযায়ী শ্রমিকদের মধ্যে অদৃশ্য আতঙ্কের ছায়া। অভিযোগ, বাংলাভাষীদের মারধর করা হচ্ছে, তুলে নিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, শুধু ভাষার ভিত্তিতে সন্দেহের চোখে দেখা হচ্ছে তাঁদের। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে বাস জোগাড় করেন। কিন্তু তার ভাড়া? প্রায় আড়াই লক্ষ টাকা! এত টাকা একসঙ্গে কোনও শ্রমিকের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবু সবাই চাঁদা তুলে কোনও মতে বাসে ওঠেন কাজ, পরিচিত পরিবেশ, সবকিছু পিছনে ফেলে ফিরে আসেন রাজ্যে।
ধাদিয়ালের শ্রমিক মফিজুল হক বলেন, বাঙালিদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আর অপেক্ষা করার ঝুঁকি নিতে পারেননি তিনি। তিনি জানান, ওই এলাকায় বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গিয়েছেন। রাতে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, তারপর খবর মিলছে হাসপাতালে ভর্তি। বাসে করে ফিরেছেন মহম্মদ সুমন শেখ-সহ আরও অনেকে। তিনি বলেন, টিনের ছাউনির ঘর বানিয়ে কোনও মতে ছিলেন। এখানে জমি নেই, কাজ নেই তাই বাইরে গিয়েছিলেন। কিন্তু এখন ভাবছেন, প্রাণ বাঁচানোই সব থেকে বড় বিষয়।