টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সোমবার সন্ধ্যায় এক ব্যক্তিকে আটক করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতের নাম মহম্মদ খুররম বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, মণীশ খুনের ঘটনা রাজনৈতিক হলেও তাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। সোমবার দিনভর উত্তেজনার পর সোমবার সন্ধ্যায় টিটাগড় থানা সূত্রে খবর মেলে, মণীশ শুক্ল খুনে ১ জনকে আটক করেছে পুলিশ। অসমর্থিত সূত্রের খবর, আটক হয়েছেন ৩ জন। তাদের জিজ্ঞাসাবাদ করছেন CID-র গোয়েন্দারা। রয়েছেন বারাকপুর কমিশনারেটের পদস্থ আধিকারিকরাও। এদিন রাতে টিটাগড়ে পৌঁছয় নিহত বিজেপি নেতার দেহ। এর পর সেখান থেকে শুরু হয় শোক মিছিল। মিছিলে হাঁটেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিল প্রচুর বিজেপি কর্মী ও সমর্থক।