ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতার আনন্দপুরে। সেখানকার একটি হোটেল থেকে উদ্ধার হল এক নর্তকীর দেহ। প্রথমে তাঁকে হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রবিবার গভীর রাতে হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণী নর্তকীর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম শ্রেয়া বর্মা, বয়স প্রায় ২৫ বছর।
আরও পড়ুন: হাওড়ায় বৃদ্ধ খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, সমকামী সম্পর্কের জেরেই কি খুন?
জানা গিয়েছে, তিনি পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। শহরের এক পানশালায় নৃত্যশিল্পী হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শ্রেয়া রবিবার রাতে তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে আনন্দপুরের একটি গেস্ট হাউসে উঠেছিলেন। রাতভর চলেছিল মদের আসর। সোমবার ভোরে তরুণীর বন্ধু গেস্ট হাউস থেকে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পর অসুস্থ বোধ করতে শুরু করেন শ্রেয়া। পুলিশ সূত্রে খবর, এরপর শারীরিক অসুস্থতা বুঝে শ্রেয়া বন্ধুকে ফোন করে ডাকেন। পরে সেই যুবক ফিরে যান হোটেলে। তিনি সেখানে পৌঁছলে শ্রেয়াকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে গুরুতর আঘাতের চিহ্ন মেলেনি। তবে অতিরিক্ত অ্যালকোহলই মৃত্যুর কারণ হতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। যদিও, বন্ধুর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনার মধ্যেই সোমবার দুপুরে একই থানা এলাকায় আরও একটি মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাইপাসের ধারে একটি পিকনিক স্পটে গাছের ডালে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। প্রায় ৫০-৬০ ফুট উঁচুতে ঝুলছিল দেহটি। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ নামিয়ে নীলরতন মেডিক্যাল কলেজে পাঠায়। চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন।একই দিনে একই এলাকায় দু’টি অস্বাভাবিক মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে আনন্দপুরে। পুলিশ আপাতত ঘটনাগুলি পৃথকভাবে তদন্ত করছে।